Wednesday, May 7, 2025

জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল ও চিনে করোনার গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। পরিস্থিতির উপর নজর রেখে রাজ্য সরকার প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গোটা বিষয়টা নজরে রাখছি। মনিটরিং কমিটিও তৈরি করা হয়েছে। তবে নিয়ম মেনেই গঙ্গাসাগর মেলা হবে। উৎসবের মুহূর্ত মানুষ তো উদযাপন করবেনই। আমাদের এখানে করোনা নেই। করোনা এলে আমরা মাস্ক পরতে বলব। তবে করোনা আসছে, আগে থেকেই এটা ধরে নিতে চাইছি না। এই বিষয়ে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে কোভিড মনিটরিং কমিটির একটি বৈঠকও হয়েছে। নবান্ন ও স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ ধরা পড়েনি। তবুও অক্সিজেন, হাসপাতালের বেড ও পরীক্ষা সংক্রান্ত পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে। মাস্ক পরায় জোর দিতে বলা হয়েছে। গত এক মাসের মধ্যে যত জন পজিটিভ হয়েছেন, তাঁদের প্রত্যেকের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য কল্যাণীর গবেষাণাগারে পাঠাতে বলা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

কেন্দ্র ও রাজ্যগুলি করোনা সতর্কতাবার্তা দিয়েছে। গঙ্গাসাগর নিয়েও কিছু দিন আগেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।  মততা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘উদ্বেগের কিছু নেই, পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার’, এখনই নাইট কার্ফু বা বিধিনিষেধের কথা ভাবছে না সরকার। সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। কোভিড বিধি মেনেই গঙ্গাসাগর মেলা হবে’।
করোনাকালে গঙ্গাসাগর মেলা নিয়ে উৎকন্ঠার জবাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসবে। তাই এই উৎসব বাংলার জন্য অত্যন্ত জরুরি। আমরা বৈঠক করেছি যেখানে সবাই থেকে সমস্যার অনুযায়ী কাজ করবে। কলকাতা পৌর সংস্থার সমস্ত পরিস্কার করা, পরিবহন গাড়ির ব্যবস্থা করবে কিভাবে দায়িত্ব বণ্টন করা হবে সবকিছুর দিকে নজর রাখছে। সেই সময় জি ২০ বৈঠকও আছে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আছে। যেহেতু জি ২০ বৈঠকের জন্য গঙ্গার ধরে তিন- চার বার সাফাইয়ের কাজ করা হবে। সেখানে কোভিড টেস্টিং য়ের ব্যবস্থা রাখা হচ্ছে। মাস্ক পড়ে থাকবে সকলেই,  সানিটাইজারের ব্যবস্থা রাখা হবে। এখনও কোভিড ধরা পড়েনি ভারতবর্ষ। তাই সেরকম কোনও পরিস্তিতি নেই। তবে সতর্ক থাকতে হবে।

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version