Thursday, December 18, 2025

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

Date:

Share post:

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই, মঙ্গলবার মামলার পর্যবেক্ষণে জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আবার বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি বসুই ফের স্থগিতাদেশ জারি করলেন। ফলে আবারও অনির্দিষ্ট কালের জন্য আটকে গেল এসএলএসটি-র (SLST) নিয়োগ।

২০১৬ সালের এসএলএসটি নিয়োগের ২০২২ সালে অতিরিক্ত শূন্য়পদ তৈরি করে নিয়োগের প্রক্রিয়া চালায়। সেই নিয়োগের উপরই মামলা করে বিরোধীরা। কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) সেই মামলায় গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে। যদিও সেই স্থগিতাদেশের মেয়াদও শেষ হয়ে গিয়েছে।

মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি বসু প্রশ্ন তোলেন স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও রাজ্য কেন নিয়োগ প্রক্রিয়া চালায়নি। বুধবার সেই উত্তর দাবি করা হয় রাজ্যের কাছে। অথচ বুধবারের শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য দাবি করেন যেন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। পাল্টা এসএসসি মামলায় অতিরিক্ত শূন্য পদে নিয়োগে সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ দেয়নি। সেই প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের আইনজীবী।

তা সত্ত্বেও বিচারপতি বসু গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ (stay order) রাখার নির্দেশই বহাল রাখেন। ইতিমধ্যেই তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চেয়েছেন বিচারপতি বসু। সেক্ষেত্রে মামলা কোনও বেঞ্চে শুনানি হবে তা স্থির করবেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...