Thursday, August 28, 2025

ভোরবেলায় ঘন কুয়াশায় মুখ ঢেকেছে শহর কলকাতা। কিন্তু নেই শীতের আমেজ। পারদ পতন তো দূর, উল্টে ঘূর্ণাবতের জেরে বড়দিনে তাপমাত্রা একধাক্কায় বাড়ল ৩ ডিগ্রি। বড়দিনের সকালে কনকনে উত্তুরে হাওয়ার বদলে আরও খানিকটা উষ্ণ হল শহর কলকাতা।

আরও পড়ুন:বড়দিনের আগেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত! কনকনে শীতের আমেজ উধাও

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

বড়দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা-ও ২ ডিগ্রি বেশি। সারাদিন ১৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে। আপাতত এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর। সোমবার এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ শ্রীলঙ্কা ও কোমোরিন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হবে কেরলে। মঙ্গলবার লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগর ও কোমরিন সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version