Sunday, August 24, 2025

বুধবারই দার্জিলিং পুরসভায় অনাস্থা ভোট, বিজ্ঞপ্তি মহকুমা শাসকের দফতরের

Date:

হাইকোর্টের সার্কিট বেঞ্চের(High Court circuit bench) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল অনাস্থা ভোটের স্থগিতাদেশ জারি হবে না। হাইকোর্টের এই নির্দেশের পর সন্ধ্যেয় দার্জিলিং মহকুমা শাসকের দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো আগামী বুধবার অনাস্থা ভোট হবে দার্জিলিং পুরসভায়(Darjeeling municipality)। স্বাভাবিকভাবে এই ঘটনায় কোণঠাসা দার্জিলিংয়ের হামরো পার্টির পুর চেয়ারম্যান। রাজনৈতিক মহলে অনুমান অনাস্থা ভোটের হয়তো সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হবে হামরো পার্টি।

গত ২৪ নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর বৈঠকে বসতে নোটিস দেন। কিন্তু সেই বৈঠক ডাকা হয়নি। এর পর ১৩ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। তাতেও কাজ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে আগামী বুধবার অনাস্থা নিয়ে প্রাথমিক বৈঠক করতে চেয়ে কয়েক জন কাউন্সিলর আলোচনায় বসেন। তার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আটকাতে হাই কোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টি। সেই আবেদনের ভিত্তিতে সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, হামরো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা।

উল্লেখ্য, বিপুল জয় পেয়ে পাহাড় রাজনীতিতে হামরো পার্টির অভ্যুর্থান হলেও, গত মাস থেকে হামরো দলে লাগে ভাঙনের আগুন। নভেম্বরে হামরো পার্টির ৫ কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তার পর থেকেই ক্ষমতার হাতবদলের জল্পনা শুরু হয়ে যায় পাহাড়ের রাজনীতিতে। এরই মাঝে আদালতের নির্দেশে রীতিমতো অস্বস্তিতে অজয় এডওয়ার্ডের দল হামরো।

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version