Saturday, August 23, 2025

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও রীতিমতো ভয় ধরাচ্ছে বিদেশ থেকে আসা পর্যটকদের কোভিড পজিটিভ (Covid Positive) হওয়ার খবর। এবার বিহারের (Bihar) বুদ্ধগয়ায় (Bodh Gaya) ৪ কোভিড আক্রান্তের হদিশ মিলল। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই ভিন দেশের নাগরিক। চারজনের মধ্যের একজন মায়ানমার (Mayanmar), একজন থাইল্যান্ড (Thailand) এবং বাকি দু’জন ইংল্যান্ডের (England) বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে (Genome Sequencing) পাঠানো হয়েছে। বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে আপাতত নিভৃতবাসে (Isolation) রয়েছেন প্রত্যেকে।

জানা গিয়েছে, এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। বুদ্ধগয়া একটি অতি প্রসিদ্ধ স্থান। অনেক বিদেশিরই আনাগোনা লেগে থাকে এখানে। ব্যাঙ্কক থেকে এসেছিলেন বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। ঘটনা সামনে আসার পরই এখন ওই বিমানের সব যাত্রীর দিকেই নজর প্রশাসনের। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই ৪ ব্যক্তির শরীরে কোভিড ভাইরাস পাওয়া গিয়েছে ঠিকই। তবে কারও শারীরিক সমস্যা খুব বেশি গুরুতর নয়। তবে কোনওভাবেই যাতে ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে, তাই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, রবিবারই আগ্রার (Agra) তাজমহলে (Taj Mahal) সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে কোভিডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন স্ট্রেন তা এখনও জানা যায়নি। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, কোভিড ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণ রীতিমতো ভয় ধরাচ্ছে চিনকে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। তারপর ধীরে ধীরে টিকাকরণ (Vaccination) শুরু হয় দেশে। পরবর্তীকালে দেওয়া হয় বুস্টার ডোজও (Booster Dose)। আর তার জেরেই কোভিড পরিস্থিতি অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে।

 

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version