Sunday, August 24, 2025

বড়দিনের সন্ধ্যায় গির্জার মোমবাতির শিখা থেকে আগুন লেগে দুর্ঘটনা! বাঁচাতে গিয়ে দগ্ধ পুলিশও

Date:

বড়দিনে গির্জায় মোমবাতির শিখা থেকে আগুন লেগে বড়সড় বিপত্তি। বড়দিনের সন্ধ্যায় কসবার টেগোর পার্কের এক গির্জায় ১০ বছর বয়সী একটি বালিকার গায়ে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ওই বালিকাকে চিকিৎসার জন্য মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কর্তব্যরত কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও।


আরও পড়ুন: বড়দিনের সকালে লালন শেখের বাড়িতে CID-র ফরেনসিক টিম, সংগ্রহ করলেন নমুনা   

পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সেই সময় গির্জায় মোমবাতি জ্বালাচ্ছিলেন দর্শনার্থীরা। মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। অসাবধানতাবশত আচমকাই তার জামায় আগুন লাগার ঘটনা ঘটে।কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টর। মেয়েটির গায়ে আগুন লাগতে দেখে তাকে বাঁচাতে দৌড়ে যান তিনি। আগুন নেভাতে গিয়ে তাঁরও হাত পুড়ে যায় । তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বলে পুলিশ সূত্রের খবর।

জানা গেছে, অগ্নিদগ্ধ বালিকাটির বাড়ি কসবা এলাকায়। বড়দিনের সন্ধ্যায় সে স্থানীয় গির্জায় বেড়াতে গিয়েছিল। তখনই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মানিকতলা ইএসআইয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বালিকার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version