Wednesday, August 27, 2025

ভারতে একযোগে হাম*লা চালাতে পারে চিন-পাকিস্তান! আশঙ্কা প্রকাশ রাহুলের

Date:

এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যদি কোনও যুদ্ধ হয় তা হলে একসঙ্গে লড়বে দুই প্রতিবেশী দেশ চিন (China) ও পাকিস্তান (Pakistan); সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এটি হলে ভারতের জন্য বড়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে দেশ রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতি অগাধ আস্থা ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাহুল। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ভারতের সশস্ত্র বাহিনীর প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় রাহুল গান্ধীকে এমন মন্তব্য করেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন রাহুল। তারপর থেকেই তাঁকে লাগাতার আক্রমণ করতে শুরু করে বিজেপি। সোনিয়া তনয়কে কাঠগড়ায় তুলে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার দাবি, রাহুলকে দল থেকে বহিষ্কার করুক কংগ্রেস (Congress)। রাহুল বলেছিলেন, যুদ্ধের ছক কষছে চিন। আমাদের সরকার তা মানতে চাইছে না। তিনি আরও জানান, চিন লাদাখ (Ladakh) ও অরুণাচলে (Arunachal Pradesh) যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার ঘুমোচ্ছে! রাহুল আরও বলেন, চিন ও পাকিস্তান একসঙ্গে জুড়েছে। যদি কোনও যুদ্ধ বাধে তাহলে ভারতকে এই দুই দেশের সঙ্গেই লড়তে হবে। সেক্ষেত্রে ভারতকে এক বিরাট বিপর্যয়ের মুখে পড়তে হবে। ভারত এখন অত্যন্ত বিপজ্জনক জায়গায় রয়েছে।

এরপরই প্রাক্তন সেনা কর্তাদের উদ্দেশে কংগ্রেস নেতার মন্তব্য, আমার সেনাবাহিনীর প্রতি শুধু সম্মানই নেই, ভালবাসা এবং শ্রদ্ধাও রয়েছে। আপনারা দেশকে রক্ষা করেন। আপনাদের ছাড়া এই দেশ থাকবেই না। পাশাপাশি চিন ও পাকিস্তানের যুগ্ম তত্ত্ব পরে ব্যাখ্যা করেন রাহুল। তাঁর কথায়, আগে আমাদের এই দুই শত্রু রাষ্ট্র চিন ও পাকিস্তানকে পৃথক করে রাখা হতো। কিন্তু এখন চিন ও পাকিস্তান এক হয়ে গিয়ে একটাই ফ্রন্ট হয়ে গেছে। যদি যুদ্ধ বাধে দু’দেশের সঙ্গেই বাধবে। তারা শুধুমাত্র সামরিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও সমন্বয় করে চলেছে।

তবে এখানেই শেষ নয় এদিন কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে রাহুল বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের অর্থনীতি বেহাল হতে শুরু করে। দেশে অরাজকতা, যুদ্ধ, বিভ্রান্তি এবং ঘৃণা ছড়িয়ে পড়ে ২০১৪ সালের পর থেকে। এরপরই রাহুল বলেন, আসলে পাঁচ বছর আগেই কাজ শুরু করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। যদি আজও ব্যবস্থা না নেওয়া হয়, তবে বড় বিপর্যয়ের সামনে পড়তে হবে আমাদের।

 

 

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version