Thursday, May 15, 2025

পানশালায় (Bar) বসাকে কেন্দ্র করে বচসার জের। আর তার জেরেই চলল গুলি। গত ২৪ ডিসেম্বর রাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বড়দিনের (Christmas) আগের রাতে ইএম বাইপাসের (EM Bypass) হাইল্যান্ড পার্কের (Highland Park) একটি পানশালায় দুপক্ষের বচসার জেরেই শ্যু*টআউট। ঘটনায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। জানা গিয়েছে, গড়িয়ার (Garia) আদর্শনগরের বাসিন্দা পিন্টু বাগ ও তাঁর বন্ধু জিৎ তাঁদের বান্ধবীদের নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান। প্রথমে একটি পানশালায় তাঁরা মদ্যপান করেন এবং পরে আরেকটি পানশালায় যান। আর সেখানেই বসাকে কেন্দ্র ৫ জন যুবকের সঙ্গে শুরু হয় বচসা। ঘটনায় সোমবার সাবির মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি (Search Operation)।

এদিকে ২৪ তারিখ রাতে বচসার পর পিন্টু বাগ পানশালা থেকে বেরিয়ে আসেন। এরপরই হাইল্যান্ড পার্কে বাইকের পার্কিং লট (Parking Lot) থেকে তিনি বাইক বের করতে গেলে তাঁকে ঘিরে ধরে অভিযুক্ত ৫ যুবক। এরপরই জোর করে পিন্টুকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজির (Kamalgazi) এক নির্জন এলাকায়। এরপরই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি বন্দুকের বাঁট দিয়েও পিন্টুর মুখের বাঁদিকে মারা হয়। এরপরই তাঁকে লক্ষ্য করে চালানো হয় দু রাউন্ড গুলি। ঘটনায় পিন্টুর হাতে গুলি লাগে। এরপর পিন্টু ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে ফের তাঁর উদ্দেশে চালানো হয় গুলি। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয় বলেই খবর। এদিকে প্রাণে বাঁচতে অন্ধকারে কাছের এক পানা পুকুরে ঝাঁপ দেন গড়িয়ার বাসিন্দা। সেখানেই তিনি সারা রাত বসেছিলেন। পরে সকাল হলে পরিবারের লোককে খবর দেওয়া হলে তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (Hospitalized) ভর্তি করান।

এদিকে ঘটনার পর নরেন্দ্রপুর (Narendrapur Police Station)) থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে হাইল্যান্ড পার্কের ওই মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ঘটনায় জড়িত সাবির মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। সাবির মণ্ডল ওরফে নাইট কিং এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ সূত্রে খবর। তবে পুরনো কোনও শত্রুতার জেরেই এই শ্যু*টআউট কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...

বিধানসভায় তাপস সাহাকে শেষ শ্রদ্ধা বিমান-অভিষেক-ফিরহাদদের

প্রয়াত তৃণমূল(TMC) বিধায়ক(MLA) তাপস সাহা(Tapash Saha)। বৃহস্পতিবার, বিধানসভায় প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), তৃণমূলের সর্বভারতীয়...
Exit mobile version