নতুন করে থাবা বসাতে শুরু করেছে কোভিড ১৯ (Covid 19) । নয়া উপরূপ নিয়ে চিন্তায় বিশ্ব। দুবছর আগের স্মৃতি যাতে আর না ফিরে আসে সেই ভাবনা থেকেই সতর্ক ভারত (India)। কোভিড মোকাবিলায় কতটা তৈরি দেশ তা জানতে মঙ্গলবার দেশের সব স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre)মকড্রিল করা হল। কোভিড প্রস্ততি খতিয়ে দেখতেই এই আয়োজন। স্বয়ং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যর (Mansukh Mandavya)উপস্থিতিতে দিল্লির সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital, Delhi) এই মকড্রিল (Mock Drill)হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) জানিয়েছেন, এই মহড়ায় অংশ নিচ্ছেন সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আধিকারিকরা।