Thursday, August 21, 2025

তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রিয় তারকার কলকাতায় কনসার্টের (Kolkata Concert)খবর জানার পর থেকেই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এবার তাঁদের জন্য বড় দুঃসংবাদ। আদৌ কনসার্ট হবে কিনা এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার ইকোপার্কে (Eco Park)অরিজিতের গানের অনুষ্ঠান (Arijit Singh Concert) হওয়ার কথা থাকলেও আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । হিডকোর (HIDCO) তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh)গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়ায় জল্পনা বাড়ছে, তাহলে কি ইকোপার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান?

অরিজিৎ সিং নামটার সঙ্গে বাঙালিদের একটা আলাদা আবেগ কাজ করে। তাই বিশ্বের যেখানেই যান না কেন কলকাতায় শো করার অনুভূতি যে স্পেশাল সেকথা বারবার নিজেই বলেন গায়ক। নিউটাউনের ইকোপার্কে তাঁর শো নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। টিকিটের চড়া দাম নিয়েও নানা কথা রটেছে। আড়াই হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার টিকিট হু হু করে বিক্রি হয়ে গেছে। এবার শো ক্যান্সেল হলে কী হতে পারে সেটা ভেবেই মাথায় হাত আয়োজকদের। কিন্তু কেন ইকোপার্কে শো বাতিলের জল্পনা। হিডকো কর্তৃপক্ষ বলছে বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। সেখানে আলোচনার মাধ্যমে আদৌ কোনও সুরাহা হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে আয়োজকরা। পাশাপাশি মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা (Aquatica)অথবা নিকো পার্কে (Nicco Park) এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি অরিজিতের অনুষ্ঠান শেষ পর্যন্ত হবে নাকি সত্যিই তা বাতিল হবে এখন সেটাই দেখার।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version