Sunday, May 4, 2025

তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রিয় তারকার কলকাতায় কনসার্টের (Kolkata Concert)খবর জানার পর থেকেই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এবার তাঁদের জন্য বড় দুঃসংবাদ। আদৌ কনসার্ট হবে কিনা এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার ইকোপার্কে (Eco Park)অরিজিতের গানের অনুষ্ঠান (Arijit Singh Concert) হওয়ার কথা থাকলেও আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । হিডকোর (HIDCO) তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh)গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়ায় জল্পনা বাড়ছে, তাহলে কি ইকোপার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান?

অরিজিৎ সিং নামটার সঙ্গে বাঙালিদের একটা আলাদা আবেগ কাজ করে। তাই বিশ্বের যেখানেই যান না কেন কলকাতায় শো করার অনুভূতি যে স্পেশাল সেকথা বারবার নিজেই বলেন গায়ক। নিউটাউনের ইকোপার্কে তাঁর শো নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। টিকিটের চড়া দাম নিয়েও নানা কথা রটেছে। আড়াই হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার টিকিট হু হু করে বিক্রি হয়ে গেছে। এবার শো ক্যান্সেল হলে কী হতে পারে সেটা ভেবেই মাথায় হাত আয়োজকদের। কিন্তু কেন ইকোপার্কে শো বাতিলের জল্পনা। হিডকো কর্তৃপক্ষ বলছে বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। সেখানে আলোচনার মাধ্যমে আদৌ কোনও সুরাহা হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে আয়োজকরা। পাশাপাশি মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা (Aquatica)অথবা নিকো পার্কে (Nicco Park) এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি অরিজিতের অনুষ্ঠান শেষ পর্যন্ত হবে নাকি সত্যিই তা বাতিল হবে এখন সেটাই দেখার।

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version