Monday, November 3, 2025

মিশন নির্মল বাংলার নামে তোলাবাজি ! কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি

Date:

দুর্নীতির (Corruption) অভিযোগে অভিযুক্ত এবার বিজেপির (BJP) এক মন্ডল সভাপতি। বাড়িতে নম্বর প্লেট বসিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ডেবরায় (Debra) বিজেপির এক মন্ডল সভাপতি এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফ থেকে বার বার দুর্নীতির অভিযোগে তৃণমূলের (TMC) দিকে আঙ্গুল তোলা হয় অথচ তাঁদের নিজের দলের নেতারাই যে আপাদমস্তক দুর্নীতির সঙ্গে জড়িত এই ঘটনা তারই প্রমাণ দিল, বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সূত্র মারফত জানা যায়, মিশন নির্মল বাংলা (Mission Nirmal Bangla) নাম দিয়ে খড়গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ডেবরা ব্লকের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত এলাকায় একটি সমীক্ষা শুরু করে। পাশাপাশি প্রত্যেক বাড়িতে নম্বর প্লেট নম্বর বসানোর কর্মসূচিও গ্রহণ করা হয়। তবে এর জন্য প্রতি বাড়ি থেকে ৩০ টাকা করে আদায় করা হচ্ছে। বিজেপির মন্ডল সভাপতির দাবি তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এই কাজটি করছেন। সমস্ত নিয়ম মেনে কাজটি করা হচ্ছে। বিষয়টি জানা মাত্রই সোমবার ঘাটালের সাংসদ প্রতিনিধি ডেবরা ব্লকের তৃণমূল নেতা সীতেশ ধাড়া (Sitesh Dhara) ডেবরা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত ডেবরা গ্ৰামে পৌঁছান। সেখানে গিয়ে তিনি আসল ব্যাপার বুঝতে পারে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। ঘটনার তদন্ত দাবি করে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি (Ajit Maiti)।

এদিকে বিজেপির ডেবরা মধ্য মন্ডলের সভাপতি গোপাল রাও (Gopal Rao) দাবি করেছেন, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতির লিখিত অনুমতি নিয়েই এই সমীক্ষা সহ বাড়ি বাড়ি নম্বর প্লেট লাগানোর কাজ হচ্ছে। তিনি জানান ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে এই কাজ শুরু হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গেই তা এগিয়েছে। ডেবরা (৫/২) গ্ৰাম পঞ্চায়েতের প্রধান রেখা হুই জানিয়েছেন এই নিয়ে তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। দুর্নীতির মাধ্যমে টাকা রোজগারের অপচেষ্টায় বিজেপির তরফ থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি সাফ জানিয়েছেন। তিনি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কড়া পদক্ষেপ করা হবে বলেই আশাবাদী তিনি।

 

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version