Monday, August 25, 2025

গবাদি পশুকে ধাক্কা দিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আর এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গেল এক বছর তিনেকের শিশুর। পাঞ্জাবের (Punjab) রোপার এলাকার কিরাতপুর সাহিবের কাছে ঘটে দুর্ঘটনা। উনা (Una) থেকে নয়াদিল্লি (New Delhi) আসছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

রেল পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবের রোপার এলাকায় ট্রেনটি পৌঁছতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাবার পিছনে ছুটছিল ৩ বছরের ছোট্ট মেয়েটি। বাবার সঙ্গে রেল লাইন পেরোচ্ছিল। তবে শিশুটির বাবা উপযুক্ত সময় রেল লাইন পেরোতে পারলেও পিছিয়ে পড়ে শিশুকন্যাটি। আর বাবা সেই বিষয়টি বুঝতেই পারেননি। আর যার জেরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনটি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারায় একরত্তি। তবে এই প্রথম নয়, চলতি বছরের নভেম্বরেই গুজরাটের আনন্দের কাছে এই সেমি হাইস্পিড ট্রেনের (Semi High Speed Train) ধাক্কায় বিয়াট্রিস আর্চিবল্ড পিটার নামে আমেদাবাদের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকেই দুর্ঘটনার কারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে বন্দে ভারত এক্সপ্রেসের নাম। কখনও গবাদি পশুর ধাক্কায় তো কখনও সাধারণ মানুষ, বন্দে ভারতের ধাক্কায় বিকল হয়েছে সেমি হাই স্পিড ট্রেনটির ইঞ্জিন। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্তে যাত্রা শুরু করেছে এই ট্রেন। আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, দ্রুত গতির ট্রেনটি বাংলায় সফর শুরু করবে। যার উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যে, হাওড়ায় আঁটোসাঁটো নিরাপত্তা। তার আগেই এমন দুর্ঘটনা প্রশ্নের মুখে ফেলল সেমি হাইস্পিড ট্রেনটির ভবিষ্যৎ।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version