কর্নাটকের গির্জায় দু*ষ্কৃতী হামলা, ভাঙা হল যিশুর মূর্তি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সিসিটিভি (CCTV)ফুটেজ প্রকাশ্যে এসেছে । সেই সূত্র ধরেই দু*ষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে দু*ষ্কৃতীরা কোনও মৌলবাদী সংগঠনের সদস্য নাকি তাঁরা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।

ক্রিসমাস (Christmas) কাটতেই না কাটতেই দু*ষ্কৃতী হামলার ঘটনা কর্নাটকের (Karnataka) এক গির্জায় (Church)। মাইসুরু (Mysore)জেলার পিরিয়াপাটনা (Piriyapatna) শহরে অবস্থিত গির্জায় মঙ্গলবার সন্ধ্যায় নির্মমভাবে ভাঙচুর চালান হয় গির্জার বাইরে। ভাঙা হয় যিশুর মূর্তিও। প্রণামী বাক্সটিও নিয়ে পালিয়ে যায় দু*ষ্কৃতীরা। তবে মূল প্রার্থনা গৃহে প্রবেশ করতে না পারায় মূল মূর্তির কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে স্থানীয় খ্রিস্টান (Christian)সম্প্রদায়ের। ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

ক্রিসমাসের রেশ সম্পূর্ণভাবে কাটার আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কর্ণাটকে। তবে ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত উত্তেজনার যাতে না ছড়ায় সে বিষয়ে অতিরিক্ত সতর্ক প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সিসিটিভি (CCTV)ফুটেজ প্রকাশ্যে এসেছে । সেই সূত্র ধরেই দু*ষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে দু*ষ্কৃতীরা কোনও মৌলবাদী সংগঠনের সদস্য নাকি তাঁরা ডাকাতির উদ্দেশ্যেই এসেছিলেন সে বিষয়ে কিছুই জানা যায়নি।