Tuesday, November 11, 2025

হামরোর হার: অনীতের দলের দখলে দার্জিলিং পুরসভা, ইস্তফা বিনয়ের

Date:

দার্জিলিং পুরসভার(Darjeeling Municipalty) আস্থাভোটে পরাজিত হল হামরো পার্টি(Hamro Party)। প্রশাসনের নির্দেশমতো বুধবার সকালে কড়া নিরাপত্তায় সম্পন্ন হয় আস্থাভোট। সেখানে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় ১৬ আসনে জয় পায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএম। অনীত থাপার দল বিজিপিএমকে সমর্থন জানিয়েছে তৃণমূল। সবমিলিয়ে একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে দার্জিলিং পুরসভায় অল্পকিছুদিন শাসনভার চালানোর পর এবার ক্ষমতাচ্যুত হল হামরো পার্টি।

৩২ আসন বিশিষ্ট দার্জিলিং পুরসভায় অজয় এডওয়ার্ডের হামরো পার্টির আসন সংখ্যা ছিল ১৮। বিজিপিএম (BGPM) ৯টি, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩টি ও তৃণমূলের ২টি আসন ছিল। অনীক থাপার দল বিজিপিএম থেকে এক কাউন্সিলর ইস্তফা দেন। আবার হামরো পার্টি থেকে ৬ কাউন্সিলর যোগ দেন বিজিপিএমে। আবার তৃণমূলের তরফেও সমর্থন জানানো হয় বিজিপিএমকে। এই সমীকরণের উপর ভর করেই মোট ১৬টি আসন নিয়ে বোর্ড গঠন করল বিজিপিএম।

বিজিপিএম-এর জয় প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে পুরসভার দখল নিয়েছিল হামরো পার্টি। কিন্তু এতদিন তারা কোনও কাজ করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দার্জিলিং তথা পাহাড়ের উন্নয়নে উদ্যোগী। আর সেই কারণেই বিজিপিএমকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার অর্থাৎ আস্থাভোটের আগের দিন একমঞ্চে দেখা যায় বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডকে। বুধবার আস্থাভোটের পর তৃণমূল ছাড়লেন বিনয় তামাং। বুধবার এবিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিনয়। যেখানে তাঁর দাবি পাহাড়ে গণতন্ত্র বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাহাড়ের গণতন্ত্র রক্ষার আবেদন জানিয়েছেন তিনি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version