Saturday, August 23, 2025

‘ইচ্ছেমতো’ ভাড়া নয়: বাসভাড়া নিয়ে দায়ের মামলায় হলফনামা রাজ্যের

Date:

ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে শহরের বেসরকারি বাস ও মিনিবাস(Bus)। একই রুটে কেউ নিচ্ছে ১০ টাকা ভাড়া তো কেউ ১২ টাকা। বাসগুলির নিজের মতো করে ভাড়া নেওয়ার ঘটনায় এবার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt)। সেই মামলাতেই হলফনামা দিয়ে রাজ্যের পরিবহণ দফতর(Transport Department) জানিয়ে দিল ৪ বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি।

লাগামহীন বাস ভাড়া নিয়ে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আদালত রাজ্যের কাছে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলে। তার প্রেক্ষিতে হলফনামা দিয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত জানান, সরকারের তরফ থেকে কোনও ভাড়া বাড়ানো হয়নি। বেসরকারি ও মিনিবাসগুলি যাতে অতিরিক্ত ভাড়া না নেয় তা নিশ্চিত করা হবে। হলফনামায় আরও বলা হয়, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে ভাড়া নির্ধারিত করে দিয়েছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি। এই বিষয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব আদালতে জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। এমনকী সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা পাঠানো হয়েছে।

সরকারের তরফে সমস্ত বক্তব্য শোনার পর হাইকোর্টের তরফে জানানো হয়েছে, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি মনে হয় এই নির্দেশের অন্যথা হচ্ছে প্রয়োজনে আদালত অবমাননার করতে পারেন যে কেউই। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর ১০ জানুয়ারি।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version