Monday, May 5, 2025

ভারতীয় রেলওয়ের (Indian Railways) অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) হানা দিচ্ছে হ্যাকাররা (Hacker)! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতিমধ্যে ওয়েবসাইট থেকে ৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের (Information Leak) খবর পাওয়া গিয়েছে। আর এমন খবর সামনে আসার পরই শুরু জোর জল্পনা। তবে রেলওয়ে দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত হ্যাকারের কোনও পরিচয় পাওয়া যায়নি।

গত ২৭ ডিসেম্বর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। যেখানে দেখা যায় হ্যাক হওয়া তথ্য একটি হ্যাকার ফোরামে বিক্রি করা হচ্ছে। শ্যাডোহ্যাকারের (Shadow Hacker) নামে একটি ফোরামে সেই তথ্য চলে এসেছে বলে খবর। ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, ঠিকানা সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে। তবে শুধু ব্যবহারকারীই নয়, হ্যাকারদের হাতে পৌঁছেছে কিছু সরকারি ইমেল আইডিও (Mail IDs)। যেগুলি কিনা অনলাইনে বিক্রির (Online Selling) জন্য রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি আগামী ৩১ ডিসেম্বর কোন ট্রেনে কোন যাত্রী যাচ্ছে সেই সংক্রান্ত তথ্যও ফাঁস হয়ে যাওয়ার তালিকাতে রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এই বিষয়ে ভারতীয় রেলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি তথ্যের সত্যতা বা সেগুলি পুনরুদ্ধারের কোনও পদ্ধতি সম্পর্কেও এখনও কোনও দিশা দেখাতে পারেনি রেল। যদিও নিরাপত্তা গবেষকরা এখনও তথ্যের সত্যতা বা এটি পাওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম হননি। যদিও আইআরসিটিসি (IRCTC) একটি বার্তাতে জানিয়েছে, কোনও ইউজারের তথ্য চুরি হয়নি। বিষয়টি যদিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

 

 

Related articles

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...

তন্দুরি নিয়ে রুটি রক্তারক্তি! বিয়ে বাড়ির আনন্দ উধাও ২ তরুণের মৃত্যুতে

বিয়ে বাড়ির আনন্দ। দেদার খাওয়া-দাওয়া। আর শেষ পর্যন্ত সেটাই কাল হল। তন্দুরি রুটি নিয়ে ঝামেলায় মৃত্যু হল দুই...

মোহনবাগান সুপারজায়ান্টকে ট্রান্সফার ব্যানের শাস্তি ফিফার

বড়সড় সমস্যায় মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। নতুন মরসুমে দল গোছানোর আগেই মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) ওপর ট্রান্সফার ব্যানের(Transfer Ban) সিদ্ধান্ত ফিফার(Fifa)। অ্যাকাডেমিক...

ওয়াকফ মামলা হস্তান্তর প্রধান বিচারপতির: কেন্দ্রের সুবিধার আশঙ্কা আইনজীবীদের

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার মামলা এবার শুনবে পরবর্তী প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ। প্রধান...
Exit mobile version