Wednesday, August 27, 2025

পশ্চিমী দেশগুলির কথা মেনে যে সমস্ত দেশ তেলের দাম মেনে নেবে, তাদের তেল রফতানির (Oil Export) ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। নতুন বছরের ফেব্রুয়ারি (February) থেকে কার্যকর হবে নির্দেশ। সম্প্রতি এমনই ঘোষণা করল রাশিয়া (Russia)। উল্লেখ্য, রাশিয়ার তেলে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার কথা ঘোষণা করেছিল জি৭ (G7) ও তার সহযোগী দেশগুলি। তারপরই এমন ঘোষণা রাশিয়ার। ইতিমধ্যে পশ্চিমী দেশগুলি ব্যারেল প্রতি তেলের দাম সর্বোচ্চ ৬০ ডলার দাম বেঁধে দিয়েছে। আর এমন পরিস্থিতিতে নয়া নির্দেশ জারি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।

উল্লেখ্য, জি৭ এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার থেকে তেল কেনা হবে না বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিল ভারত। আর এই আবহে ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল রাশিয়া। এবার যে সব দেশ বেঁধে দেওয়া মূল্যে রাশিয়া থেকে তেল কিনতে চাইছে, তাদের উদ্দেশে কড়া বার্তা পাঠালেন পুতিন। রাশিয়া সাফ জানিয়েছে, বেঁধে দেওয়া দাম মেনে নিয়েছে যে দেশগুলি আগামী ১ ফেব্রুয়ারি (February) থেকে তাদের তেল বিক্রি করা হবে না। এই নিষেধাজ্ঞা ১ জুলাই পর্যন্ত জারি থাকবে। পাশাপাশি আরও জানান হয়েছে, এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনও দেশকে ছাড়ও দিতে পারে রাশিয়া।

রাশিয়া তেলের দাম বেঁধে দেওয়ায় এক সপ্তাহে ডলারের তুলনায় রুবেলের (Ruble) দাম পড়েছে ৮ শতাংশ। যার ফলে কমেছে তেল রফতানি। স্বাভাবিকভাবেই নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পুতিনের ভাঁড়ারে। এই আবহে অর্থনীতি চাঙ্গা রাখতে কড়া পদক্ষেপ করার ঘোষণা করেছেন পুতিন। তিনি ঘোষণা করেন, কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জি৭ এবং ইউরোপীয় ইউনিয়নের (European Union) বেঁধে দেওয়া দামে রাশিয়া থেকে তেল কিনতে চায়, তাহলে সেই দেশে জ্বালানি তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

এদিকে পশ্চিমী দেশগুলি প্রথম থেকেই রাশিয়া থেকে তেল কেনায় কড়া সমালোচনা করেছে ভারতের। তবে বিদেশমন্ত্রী এস জয়শংকর সেই ইস্যুতে পশ্চিমী দেশগুলিকে কড়া জবাব দিয়েছে।

 

 

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version