Saturday, August 23, 2025

ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি সিরাপ খেয়ে অন্তত ১৮ শিশুর মৃ*ত্যু হয়েছে বলে জানিয়েছে, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাদের দাবি, ২১ জন শিশুর মধ্যে ১৮ জন শিশু যাদের তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা ছিল তারা ডক-১ ম্যাক্স সিরাপটি গ্রহণ করেছিল। সেবনের পর এই ১৮জন শিশু মারা যায় বলে জানা গেছে। সর্দি এবং ফ্লুর উপসর্গ নিরাময়ে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়।

সিরাপটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকোল নামক উপাদান রয়েছে যা বিষাক্ত বলে মন্ত্রণালয়  জানায়। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল এলএলসি দ্বারা আমদানি করা হয়েছিল।
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বাড়িতে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশেুগুলোকে এই সিরাপ দেয় বলে জানা যায়। শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।

গত অক্টোবরেও আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয় ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এই সমস্যা হয়েছিল। এদিকে সম্প্রতি ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও সতর্কতা জারি করেছিল।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version