Wednesday, May 7, 2025

১০০ দিনের কাজে শুধু মজুরি বাবদই বাংলার বকেয়া ২,৭৪৮ কোটি, রিপোর্ট কেন্দ্রের

Date:

সংসদের শীতকালীন অধিবেশনে মনরেগা(MANREGA) বা একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের(Central) বিরুদ্ধে বারেবারে সোচ্চার হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee) সহ অন্যান্য তৃণমূল সাংসদরা। অতিরিক্ত বাজেট বরাদ্দ নিয়ে আলোচনার জবাবি ভাষণে রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে তখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman) বলেছিলেন, রাজ্যগুলিকে ১০০ দিনের কাজের শংসাপত্র দিতে হবে। তবেই টাকা দেওয়ার প্রশ্ন। বাংলাকে ভাতে মারার এই চক্রান্তের বিরুদ্ধে বারবারই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস(TMC)। এবার কেন্দ্রের কাছে মনরেগা প্রকল্পে রাজ্যগুলির বকেয়ার কথা স্বীকার করে নিল খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ(West Bengal) সহ বিভিন্ন রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া রয়েছে মনরেগা প্রকল্পে। এর মধ্যে শুধু মজুরি বাবদই ২ হাজার ৭৪৮ কোটি টাকা বাংলাকে দিচ্ছে না কেন্দ্র। রাজ্যের ন্যায্য প্রাপ্য যেভাবে আটকে রেখেছে তাকে ভাতে মারার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Roy)।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মজুরি বাবদ বকেয়া টাকার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গেরই। এর পরিমাণ ২ হাজার ৭৪৮ কোটি টাকা। মনরেগা প্রকল্পে কেন্দ্রের কাছে ১৮টি রাজ্যের মজুরি বাবদ মোট বকেয়ার পরিমাণ ৪ হাজার ৭০০ কোটি টাকা। এছাড়া ১৯টি রাজ্যের কাজের সামগ্রী বাবদ বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৫০ কোটি টাকা। আইন অনুযায়ী, ১৫ দিনের মধ্যে ১০০ দিনের কাজের মজুরি মেটানোর কথা থাকলেও তা মেটানো হয়নি অনেক রাজ্যেই। জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডের বকেয়ার পরিমাণ ২৮৭ কোটি টাকা এবং ২৬৩ কোটি টাকা। ডিএমকে শাসিত রাজ্য তামিলনাডুর বকেয়ার অঙ্ক ১৭৩ কোটি টাকা। মজুরি বাবদ বকেয়া ছাড়াও কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী, ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৯টি রাজ্যের কাজের আনুষঙ্গিক খরচ বাবদ বকেয়ার পরিমাণ ৫ হাজার ৪৫০ কোটি টাকা। রাজ্যভিত্তিক বকেয়ার তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গই। অর্থাৎ বাংলার মানুষকেই যে সবচেয়ে বেশি বঞ্চিত করছে বিজেপি সরকার, খোদ কেন্দ্রের পরিসংখ্যানেই তা স্পষ্ট। কেন্দ্রের হিসেব অনুযায়ী, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে কাজের সামগ্রী বাবদ কেন্দ্রের থেকে কোনও টাকা পায়নি রাজ্য। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বকেয়ার পরিমাণ ২ হাজার ৬৮৫ কোটি টাকা।

রাজ্যগুলির প্রবল চাপের মুখে অর্থমন্ত্রকের থেকে অতিরিক্ত টাকা চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। যদিও চলতি অর্থবর্ষ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি। ফলে সেই টাকা দেওয়া হলেও তা কতটা কাজে আসবে, তা নিয়ে দিল্লি সফরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গত প্রশ্ন তুলেছিলেন। এদিকে কেন্দ্রের এহেন আচরণের তীব্র নিন্দা করে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, “গত বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় গিয়ে ঢাক পিটিয়ে বলে এসেছিল তারা ২০০ আসন দখল করবে। তাদের সেই আশা পূরণ হয়নি। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করেছে মোদি সরকার। বকেয়া আটকে রেখে বাংলার গরিব মানুষের সঙ্গে বঞ্চনা করছে বিজেপি।”

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version