Saturday, May 3, 2025

নিরাপত্তাবিধি ভেঙেছেন রাহুলই! কংগ্রেসের সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা CRPF

Date:

রাহুল গান্ধী (Rahul Gandhi) ও ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে গত বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছিল কংগ্রেস (Congress)। স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগের জবাব দিল সিআরপিএফ (CRPF)। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফে সাফ জানানো হয়েছে, রাহুল গান্ধীই নিরাপত্তাবিধি (Safety Rules) ভেঙেছেন। ২০২০ সাল থেকে এই দু’বছরে মোট ১১৩ বার নিরাপত্তাবিধি ভেঙেছেন কংগ্রেস নেতা।

বুধবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে রাহুল সহ ভারত জোড়ো যাত্রার শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। সেই চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাহুলের জেড প্লাস (Z Plus) নিরাপত্তা পাওয়ার কথা কিন্তু ভারত জোড়ো যাত্রায় তাঁর নিরাপত্তায় বিস্তর ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। এমনকী, সামনে এসেছে দিল্লিতে থাকাকালীন সোনিয়া তনয়ের কাছেই চলে আসছিলেন সাধারণ মানুষরা। শেষমেশ নাকি কংগ্রেস নেতারাই রাহুলকে ঘিরে ধরে তাঁকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। আর এই বিষয়টি উল্লেখ করেই রাহুলের নিরাপত্তা শক্তিশালী করার আর্জি জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সাময়িক বিরতির পর ৩ জানুয়ারি থেকে আবার চালু হবে ভারত জোড়ো যাত্রা। এবার পাঞ্জাব (Punjab) এবং জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্পর্শকাতর এলাকাগুলি দিয়ে যাবে যাত্রা। তাই কংগ্রেস সাংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আর্জি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু হাত শিবিরের সমস্ত অভিযোগ অস্বীকার করে সিআরপিএফ সাফ জানিয়ে দেয়, তাঁদের দিক থেকে কর্তব্যে কোনও গাফিলতি করা হয়নি। ভারত জোড়ো যাত্রা দিল্লিতে পৌঁছনর আগেই দিল্লি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল সিআরপিএফ। তবে নিরাপত্তাবিধি ভাঙার জন্য রাহুলই যে দায়ী, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version