Thursday, November 6, 2025

নিরাপত্তাবিধি ভেঙেছেন রাহুলই! কংগ্রেসের সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা CRPF

Date:

রাহুল গান্ধী (Rahul Gandhi) ও ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়ে গত বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি লিখেছিল কংগ্রেস (Congress)। স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া না দিলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগের জবাব দিল সিআরপিএফ (CRPF)। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফে সাফ জানানো হয়েছে, রাহুল গান্ধীই নিরাপত্তাবিধি (Safety Rules) ভেঙেছেন। ২০২০ সাল থেকে এই দু’বছরে মোট ১১৩ বার নিরাপত্তাবিধি ভেঙেছেন কংগ্রেস নেতা।

বুধবারই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (KC Venugopal) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে রাহুল সহ ভারত জোড়ো যাত্রার শরিকদের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন। সেই চিঠিতে তাঁর অভিযোগ ছিল, রাহুলের জেড প্লাস (Z Plus) নিরাপত্তা পাওয়ার কথা কিন্তু ভারত জোড়ো যাত্রায় তাঁর নিরাপত্তায় বিস্তর ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। এমনকী, সামনে এসেছে দিল্লিতে থাকাকালীন সোনিয়া তনয়ের কাছেই চলে আসছিলেন সাধারণ মানুষরা। শেষমেশ নাকি কংগ্রেস নেতারাই রাহুলকে ঘিরে ধরে তাঁকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। আর এই বিষয়টি উল্লেখ করেই রাহুলের নিরাপত্তা শক্তিশালী করার আর্জি জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

সাময়িক বিরতির পর ৩ জানুয়ারি থেকে আবার চালু হবে ভারত জোড়ো যাত্রা। এবার পাঞ্জাব (Punjab) এবং জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) স্পর্শকাতর এলাকাগুলি দিয়ে যাবে যাত্রা। তাই কংগ্রেস সাংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আর্জি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু হাত শিবিরের সমস্ত অভিযোগ অস্বীকার করে সিআরপিএফ সাফ জানিয়ে দেয়, তাঁদের দিক থেকে কর্তব্যে কোনও গাফিলতি করা হয়নি। ভারত জোড়ো যাত্রা দিল্লিতে পৌঁছনর আগেই দিল্লি পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল সিআরপিএফ। তবে নিরাপত্তাবিধি ভাঙার জন্য রাহুলই যে দায়ী, সে কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version