Saturday, August 23, 2025

গান সামনে আসা মাত্রই শুরু হয়েছিল বিতর্ক। বছর শেষেও সেই রেশ রয়েই গেল। আর এবার ‘ পাঠান’ (Pathaan) বিতর্কের আঁচ পৌঁছে গেল সোজা সেন্সর বোর্ডের (Censor Board) কাছে। এবার শাহরুখ-দীপিকার (Shahrukh Khan- Deepika Padukone) ‘পাঠান’ (Pathaan)ছবিতে বেশ কিছু পরিবর্তন আনার নির্দেশ দিল সেন্সর বোর্ড। মূলত বিতর্ক একটি গান নিয়ে , যার নাম ‘বেশরম রং’। গানটি গেয়েছেন শিল্পা রাও (Shilpa Rao)। আসল সমস্যাটা গানে নয় বরং দৃশ্যায়নে। কেন দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)গেরুয়া মনোকিনি পরানো হল? প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ। সেখান থেকেই ফের সক্রিয় বয়কট ট্রেন্ড। এবার ছবির নির্মাতাদের সেন্সর বোর্ডের (Censor Board) তরফে নির্দেশ দেওয়া হল, যাতে ওই গান ও ছবিতে কিছু পরিবর্তন আনা হয়।

প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারিতে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে পাঠান। তার আগেই ছবিতে সেন্সরের কাঁচি। আগেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য টিম পাঠানের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, কাটছাঁট করে নতুন ভার্সান বোর্ডের কাছে জমা দিতে হবে। সম্প্রতি CBFC এক্সামিনেশন কমিটি-র কাছে শংসাপত্রের আবেদন জানিয়েছে ছবিটি। সেখানে ছবি দেখার পর এই সিদ্ধান্ত জানিয়েছে সেন্সর বোর্ড। এর আগে মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র পাঠান নিষিদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। দেশের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকে বিতর্ক। সেন্সর বোর্ডের চেয়ারপার্সন প্রসূন যোশী জানিয়েছেন, ছবির সৃজনশীলতা ও দর্শকদের ভাবাবেগের মধ্যে সমতা বজায় রাখাই সেন্সর বোর্ডের কাজ। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হল। যশ রাজ ফিল্মস নির্দেশ মেনে ছবিতে বদল আনলে নির্ধারিত দিনে ছবি মুক্তি পেতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version