Friday, November 14, 2025

রেশন দুর্নীতির শীর্ষে যোগীর “ডাবল ইঞ্জিন” উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই মোদি-শাহের গুজরাতও

Date:

দেশজুড়ে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলি দুর্নীতির শীর্ষে অবস্থান করছে। খোদ কেন্দ্রীয় সরকারি রিপোর্টে সামনে এল গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতির এই চাঞ্চল্যকর তথ্য। যেখানে গরিবের খাদ্যশস্য বিতরণেও ব্যাপক নয়ছয়ের অভিযোগ। রেশন দুর্নীতির শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। পিছিয়ে নেই স্বয়ং নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতও। “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের পর্যন্ত নাম রয়েছে সেই তালিকার উপরের দিকে। রিপোর্ট অনুযায়ীস গত চার বছরে মোট ৫ হাজার ৭৯৮টি রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের ঘরে। তার মধ্যে এক চতুর্থাংশই এসেছে যোগীরাজ্য থেকে।

বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, দুর্নীতির পর্দাফাঁস করতে গত ৭ বছরে ২ লক্ষ ৬৫ হাজার ৬৪০টি তল্লাশি চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ৪২ হাজার ২৭৪ জন।

প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব নাগরিককে চাল-গম দেয় কেন্দ্র। যা একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। রূপায়ণের দায়িত্ব রাজ্য সরকারের। রেশন দোকানের লাইসেন্স, রেশন কার্ড বণ্টন থেকে খাদ্যশস্য এফসিআইয়ের গুদাম থেকে দোকানে পৌঁছে দেওয়া—সবই তারা করে। আর সেই প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে জুন পর্যন্ত যোগীরাজ্য থেকে ৩০৭টি অভিযোগ জমা পড়েছে। গত চার বছরের হিসেব ধরলে সংখ্যাটি ১,৭৪৬। কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে, ২০১৯ সালে সেখানে রেশন দুর্নীতির অভিযোগের সংখ্যা ছিল মাত্র ৯টি। পরের বছর তা বেড়ে হয় ৩৬। ২০২১ সালে সেটি কমে ৩৩-এ দাঁড়ায়। কিন্তু চলতি বছরের জুন মাস পর্যন্ত পাওয়া হিসেবে সেই সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ১১৭। তথ্য বলছে, পাহাড়প্রমাণ অভিযোগের জেরে ২০১৫ থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত গোটা দেশে ৮৬ হাজার ৭১৫টি রেশন দোকানের লাইসেন্স বাতিল, শোকজ, সাসপেন্ড করেছে কেন্দ্র।

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...
Exit mobile version