ফিরে দেখা ২০২২ : আইন-আদালত

এমনই কিছু ফিরে দেখা ২০২২ এর ‘আইন-আদালত’ এর উল্লেখযোগ্য খবরের দিকে নজর রাখুন।

বছর শেষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি আমরা।২০২২ কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাবে বিশ্ব।এবছর রাজ্যে ঘটে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, যা নিয়ে একের পর এক নির্দেশ দিয়েছে আদালত। এমনই কিছু ফিরে দেখা ২০২২ এর ‘আইন-আদালত’ এর উল্লেখযোগ্য খবরের দিকে নজর রাখুন।

১০ মে : ২০১৪ সালের টেট নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে গৃহীত।

২সেপ্টেম্বর : টেট  বা প্রাথমিকে শিক্ষক নিয়োগ  দুর্নীতি মামলার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ই।এমনই রায় দিল কলকাতা হাই কোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।

২ নভেম্বর : ৫০% এর কম নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের প্রাথমিক টেটে বসতে দিতে হবে, গুরুত্বপূর্ণ মামলা হাইকোর্টে গৃহীত।

৩নভেম্বর : টেট মামলায় নয়া মোড়। ২০১৭ ও ২০১৪ সালের টেট মামলার শুনানিতে, সংরক্ষিত আসনে টেট পাশের ক্ষেত্রে এক নাম্বার কমানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।এই নয়া নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

১৮ নভেম্বর : স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে বললেন  ‘কমিশন ভেঙে দিন।’

২০  নভেম্বর : সুপার নিউমারিক পোস্ট তৈরি করে নিয়োগ করার ঘোষণা  করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেই নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

২১ নভেম্বর : বগটুইকাণ্ডে রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা সিবিআইয়ের।আরও আটজনের নাম নথিভুক্ত।

২৮  নভেম্বর : রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে আর কোনও বাধাই রইল না। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে শীর্ষ আদালতে বড় স্বস্তি পেল রাজ্য সরকার।

৩ ডিসেম্বর : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের  বিরুদ্ধে বিএড কলেজে দুর্নীতির অভিযোগ সামনে এল। সিবিআই চেয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

৬ ডিসেম্বর : আসানসোল আদালত চত্বর থেকে চুরি হয়ে গেল একের পর এক গুরুত্বপূর্ণ মামলার নথি। সব মিলিয়ে প্রায় ৪০০ টি নথি চুরি হয়ে গিয়েছে।

২৩ ডিসেম্বর : বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মামলায় সিআইডির ডিআইজিকে তদন্তের নির্দেশ হাই কোর্টের।

 

 

Previous article১০০ দিনের কাজে শুধু মজুরি বাবদই বাংলার বকেয়া ২,৭৪৮ কোটি, রিপোর্ট কেন্দ্রের
Next articleদুনিয়াজুড়ে ডাউন টুইটার! চরম বিপাকে গ্রাহকরা