Monday, August 25, 2025

বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কিছু সময় বাকি। তারপরই নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাবে বিশ্ব। নতুন বছরকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রস্তুতি। তবে ২০২২ সাল শেষ হওয়ার আগে বিশ্বের এমন ১০ টি ঘটনা তুলে ধরা হল, যা গত বছরে বিশ্বে আলড়ন ফেলেছে। তেমনই ‘বিদেশের দশ দিক’-এর ঝলক এখন বিশ্ব বাংলা সংবাদ-এ।

দেখুন একনজরে-  

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু রাশিয়ার

• ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ ফৌজ। দুই প্রাক্তন সোভিয়েত সদস্যভুক্ত দেশের মধ্যে শুরু হয় প্রবল যুদ্ধ। কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

  • ৮ সেপ্টেম্বর সমাপ্তি ঘটে বিশ্বের ইতিহাসের এক বর্ণময় অধ্যায়ের। এ দিন প্রয়াত হন সবচেয়ে বেশি দিন ব্রিটেনের রাজ-গদিতে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ। বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যুর খবর আসার পরই শোকের ছায়া নামে ইংল্যান্ডজুড়ে।

প্রবল অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা! গোপনে দেশ ছাড়েন গোতাবায়া

• ২০১৯ সাল থেকে চলা অর্থনৈতিক ডামাডোল চরমে পৌঁছয় ২০২২ সালে। অপশাসন ও অর্থনৈতিক ভুল পদক্ষেপে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া এবং তাঁর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের আমলে তীব্র অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয় শ্রীলঙ্কা। গত জুলাই মাসে প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় ক্ষুব্ধ জনতা। এরপর বিশেষ বিমানে চেপে গোপনে দেশ ছাড়েন প্রেসিডেন্ট গোতাবায়া।

প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

• ৮ জুলাই, জাপানের সময় সকাল সাড়ে এগারোটা (ভারতীয় সময়ে সকাল ৮টা ২৯ মিনিটে) নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আচমকা তাঁর উপর গুলি চালায় আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

হিজাব না পরার অপরাধ! ইরানে নীতি পুলিশের মারে মৃ*ত্যু মাহসা আমিনির।

• ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় ২২ বছরের কুর্দ তরুণী মাহসা আমিনির। ওই তরুণী নাকি ঠিকমতো হিজাব পরেননি। এটাই নাকি ছিল তাঁর অপরাধ। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদ মিছিল।

তৃতীয়বারের জন্য চিনের মসনদে শি জিনপিং

• প্রথা ভেঙে চিনের মসনদে তৃতীয়বারের জন্য বসলেন শি জিনপিং। গত অক্টোবর মাসে শেষ হয় চিনের কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস। এই কংগ্রেসেই তৃতীয়বারের জন্য সেদেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয় জিনপিংকে।

‘রিয়েল ফ্রিডম’ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

• নভেম্বর মাসে তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের ‘রিয়েল ফ্রিডম’ মিছিলে হামলা চালায় এক বন্দুকবাজ। গুলিবিদ্ধ হন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। জখম হন তাঁর দলের অন্তত ১৫ জন। নভেদ বশির নামের হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে শপথ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের

• গত অক্টোবর মাসে সেই ব্রিটেনেরই প্রধানমন্ত্রী পদের দৌড়ে জয়ী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

• ২০২২ সালের ২৫ জুন প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ৩০ হাজার ১৯৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া পদ্মা সেতুর কাজের চুক্তিমূল্য ছিল প্রায় ১২ হাজার ৪৯৪ কোটি টাকা। সেতুটি তৈরি হতে সময় লেগেছে ৯০ মাস ২৭ দিন।

১৯ বছর পর মুক্ত ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ

• অবশেষে মুক্তি পেতে চলেছে ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজ। ২১ ডিসেম্বর প্রায় ১৯ বছর পর তার মুক্তির আর্জি মঞ্জুর করে নেপালের সুপ্রিম কোর্ট।

হিসেবনিকেশে বিশ্বজুড়ে আরও কিছু গুরুত্বপূর্ণ খবরের ঝলক

বছর শেষে ফের কোভিড আতঙ্ক

  • ২০১৯ সালের ডিসেম্বর মাস। সেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণের খবর ছড়াতে শুরু করল। ঘটনাস্থল চিন। তিন বছর পার। আবার সেই ডিসেম্বর মাস। বছর শেষের মুখে নতুন অবতারে আবার চোখ রাঙাচ্ছে করোনা। ভাইরাসের থাবা আবার সেই চিনে।

করোনা প্রতিরোধে ন্যাজাল ভ্যাকসিন

  • ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের গবেষণা অনুযায়ী, ন্যাজাল ভ্যাকসিনকে সাধারণ ভ্যাকসিনের চেয়ে ভালো ভ্যাকসিন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ভ্যাকসিন নাক দিয়ে দেওয়া হলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে।

 

 

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version