Sunday, November 16, 2025

DHMP Cup 2022: পেলেকে স্মরণ করে শুরু সমাপ্তি অনুষ্ঠান, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকের

Date:

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। আর আন্তর্জাতিক মানের সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) MP Cup 2022। শনিবার, ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান। দর্শক ও খেলোয়াড়দে শুভেচ্ছা জানান, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধেয় ডায়মন্ড হারবার এমপি কাপের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন অভিষেক। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। শুক্রবার, রাতেই প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। অনুষ্ঠানের শুরুতেই তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। এরপর শুরু হয় খেলা। ফাইনাল হচ্ছে বজবজ ও ফলতার মধ্যে।

শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিষেক সাফ জানান, রাজনীতির ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। তবে, আগামী ২০দিন ডায়মন্ড হারবারে শুধুই ফুটবল (Football)। আগামী ২০ দিন কোনও রাজনৈতিক তর্জা নয়, ফুটবল উপভোগ করুন। ফুটবলের লড়াই মাঠে। বাইরে সৌভ্রার্তৃত্ব বজায় রাখতে হবে।

অভিষেকের কথায়, ডায়মন্ড হারবারের মানুষ উন্নয়নে আছেন। রাজনীতিতে আছেন। মানুষের পাশে আছেন। আবার ফুটবলেও আছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের মধ্যে সব ক্ষেত্রেই পথ দেখায় ডায়মন্ড হারবার। কোভিড মোকাবিলা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ত্রাণ বিলি, খাবার পৌঁছনো- সব জায়গায় দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার। তারা যেমন উন্নয়নে আছে, তেমন ফুটবলেও আছে। বিরোধীদের রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে পর্যদুস্ত করতে তিনি জানেন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version