‘একলব্যে’র পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি। উদ্যোক্তারা জানিয়েছেন, শ্রমিক মঞ্চ, হিন্দুস্তান কেবলসে সকাল আটটায় শুরু হবে অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসানসোল পুরসভার মহানাগরিক ও বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাচিকশিল্প তথা অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জী, রঞ্জনা ভঞ্জ, সঞ্জয় দত্ত, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যকার ধনঞ্জয় ঘোষাল।উপস্থিত থাকবেন অরীন্দ্র বোস, প্রদান করা হবে একলব্য সম্মাননা।
‘একলব্য’ পঞ্চম বর্ষ সারা বাংলা শ্রুতিনাটক উৎসব ঘিরে উৎসাহ তুঙ্গে
Date:
Share post: