Monday, August 25, 2025

রাজ্যে গড়াল বন্দে ভারতের চাকা! চড়ার আগে জানুন কী কী থাকছে ট্রেনের অন্দরে

Date:

শুক্রবারই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে সূচনার আগে এদিন সকাল ৮টা থেকেই এই ট্রেনের টিকিট বুকিং (Ticket Booking) শুরু হয়ে গিয়েছে। আইআরসিটিসি (IRCTC) অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুকিং করা যাচ্ছে। শুক্রবারই হাওড়া থেকে গড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। বাংলার প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত ট্রেন এটি। হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি (NJP) যাবে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারতের সর্বাধিক গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। এই রুটের বেশিরভাগ পথেই ট্রেনের গড় গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের (Shatabdi Express) চেয়েও কম সময়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে বন্দে ভারত এক্সপ্রেস। এই রুটের মোট ৫৫৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে শতাব্দী এক্সপ্রেসের ৮ ঘণ্টা ২০ মিনিটের মতো সময় লাগে। বন্দে ভারত এই দূরত্ব মাত্রা সাড়ে ৭ ঘণ্টায় অতিক্রম করবে। অর্থাৎ, বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে শতাব্দী এক্সপ্রেসের চেয়েও ৫০ মিনিট কম সময়ে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে কী কী থাকছে?

  • ট্রেনে থাকছে বিশেষ হাতলযুক্ত চেয়ার
  • প্রতিটি প্রিমিয়াম ট্রেনের মতোই সিটের পিছনে থাকছে নেটের ব্যাগ ও পিছনে বসা ব্যক্তির খাওয়ার সুবিধা
  • ট্রেনের সিটের গদি হবে অত্যন্ত আরামদায়ক
  • সমস্ত রকম সহযোগিতার জন্য থাকছেন সেবিকারা
  • প্যান্ট্রিকারে থাকছে আধুনিকতার ছোঁয়া, যাত্রীদের কোচে যাওয়ার জন্য থাকছে বিশেষ কাঁচের দরজা
  • থাকছে মডিউলার কিচেনের ব্যবস্থা
  • প্রতিটি কামরায় রয়েছে স্বয়ংক্রিয় এবং সেন্সর নিয়ন্ত্রিত বাতানুকূল ব্যবস্থা
  • শৌচাগারের কল, ভেস্টিবিউলের দরজাও নিয়ন্ত্রণ করছে সেন্সর
  • প্যান্ট্রিকারে থাকছে সিসিটিভির ব্যবস্থা
  • বন্দে ভারতে বুলেট ট্রেন বা মেট্রো ট্রেনের মতো সংযুক্ত ইঞ্জিন থাকছে
  • টিকিটের দামের সঙ্গেই ধরা থাকবে খাবারের মূল্যও
  • থাকছে শীততাপ নিয়ন্ত্রিত ১৬ চেয়ার কার কোচ
  • থাকছে প্লেনের মতো এক্সিকিউটিভ এবং ইকোনমি ক্লাস
  • এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলি ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে
  • ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে থাকছে ডাবের জল
  • জলখাবারের মেনুতে থাকছে লুচি, আলুরদম, মিষ্টি
  • লাঞ্চের মেনুতে থাকছে বাসমতী পোলাও, চিকেন, আলুপোস্ত, মিষ্টি ও আইসক্রিম
  • ফেরার সময় বিকেলে স্ন্যাক্স হিসাবে থাকবে সিঙাড়া, চা, কেক ও মিষ্টি
  • হাওড়া থেকে এনজেপি পর্যন্ত চেয়ার কারের ভাড়া ১,৫৬৫ টাকা, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য ভাড়া ১,৪৪৫ টাকা
  • এগজিকিউটিভ চেয়ার কার-এর ভাড়া হাওড়া থেকে ২,৮২৫ টাকা। তবে এনজেপি থেকে আসার ভাড়া ২,৬৭০ টাকা

তবে সফরের শুরুর দিনে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মোট ১৮টি জায়গায় দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মাঝে যে জায়গায় প্রথম দিন ট্রেনটি দাঁড়ায় সেই জায়গাগুলি হল, ডানকুনি, কামারকুণ্ডু, মশাগ্রাম, বর্ধমান, খানা, বোলপুর, আহমদপুর, সাঁইথিয়া, রামপুরহাট, চাতরা, নিউ ফরাক্কা, মালদা টাউন, মুকুরিয়া, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড। উদ্বোধনের দিনে ১৮টি জায়গায় দাঁড়ানোর কথা থাকলেও ট্রেনটির মূল স্টপেজ তিনটি। বোলপুর (শান্তিনিকেতন), মালদা টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।

 

 

Related articles

মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ: পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...
Exit mobile version