মাঝ আকাশে তখন বিমান। আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত যাত্রীর নাম মিহিরকুমার সরকার। বিমানটি নেপালের কাঠমান্ডু থেকে কলকাতায় আসছিল। এয়ার ইন্ডিয়ার AI-248 বিমানেই ছিলেন মিহিরবাবু।
কেবিন ক্রু-র মাধ্যমে খবর পৌঁছায় পাইলটের কাছে। তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় AIC (এয়ার ট্রাফিক কন্ট্রোল) সঙ্গে। এরপরই মেডিক্যাল গ্রাউন্ডে বিমানটির জরুরী অবতরণ করানো হয়।
জানা যাচ্ছে, বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা মিহিরকুমার সরকারের স্বাস্থ্য পরীক্ষার করে তাঁকে স্থানীয় হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান মিহিরবাবু যেহেতু অসুস্থ ছিলেন, বিমানে অতিরিক্ত ঝাঁকুনির কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।এবং বিমানের মধ্যেই তাঁর মৃত্যু হয়।