Saturday, November 15, 2025

DHMP Cup 2022: পেলেকে স্মরণ করে শুরু সমাপ্তি অনুষ্ঠান, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকের

Date:

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছিল। আর আন্তর্জাতিক মানের সমাপ্তি অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) MP Cup 2022। শনিবার, ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় সমাপ্তি অনুষ্ঠান। দর্শক ও খেলোয়াড়দে শুভেচ্ছা জানান, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সন্ধেয় ডায়মন্ড হারবার এমপি কাপের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন অভিষেক। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন তিনি। শুক্রবার, রাতেই প্রয়াত হন ফুটবল সম্রাট পেলে। অনুষ্ঠানের শুরুতেই তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। এরপর শুরু হয় খেলা। ফাইনাল হচ্ছে বজবজ ও ফলতার মধ্যে।

শুরুর দিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিষেক সাফ জানান, রাজনীতির ময়দানে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। তবে, আগামী ২০দিন ডায়মন্ড হারবারে শুধুই ফুটবল (Football)। আগামী ২০ দিন কোনও রাজনৈতিক তর্জা নয়, ফুটবল উপভোগ করুন। ফুটবলের লড়াই মাঠে। বাইরে সৌভ্রার্তৃত্ব বজায় রাখতে হবে।

অভিষেকের কথায়, ডায়মন্ড হারবারের মানুষ উন্নয়নে আছেন। রাজনীতিতে আছেন। মানুষের পাশে আছেন। আবার ফুটবলেও আছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশের মধ্যে সব ক্ষেত্রেই পথ দেখায় ডায়মন্ড হারবার। কোভিড মোকাবিলা থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, ত্রাণ বিলি, খাবার পৌঁছনো- সব জায়গায় দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার। তারা যেমন উন্নয়নে আছে, তেমন ফুটবলেও আছে। বিরোধীদের রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে পর্যদুস্ত করতে তিনি জানেন।

Related articles

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...
Exit mobile version