Tuesday, December 2, 2025

দিল্লির বঙ্গভবন থেকে ফের সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

Date:

Share post:

ফের একবার প্রতিহিংসার রাজনীতির শিকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhale)। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ(Gujarat Police)। এক মাসে এই নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার করা হলো সাকেতকে। জানা গিয়েছে মানুষের অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে ওই তৃণমূল(TMC) নেতার বিরুদ্ধে।

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে দিল্লি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার দুপুর নাগাদ তাঁকে আমদাবাদে নিয়ে আসা হবে। তাঁর বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের দাবি, পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাবশত সাথে বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে গুজরাট প্রশাসন। এর আগেও দু’বার গুজরাটের বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হয়ে গিয়েছিল এবারও তা প্রমাণ হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রথম বার সাকেতকে প্রথমবার গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবীতে সেতু ভেঙে পড়ার পর সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে টুইটে দাবি করেছিলেন সাকেত। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে একটি প্রতিবেদনও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, তথ্য জানার অধিকার আইনেই মোদির মোরবী সফরের খরচের কথা জানা গিয়েছে।

তবে পুলিশের তরফে জানানো হয়েছিল, তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এই বিষয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। এই ঘটনায় জামিন পাওয়ার পর, ৮ ডিসেম্বর ফের গ্রেফতার হন সাকেত। সে বার তাঁকে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল মোরবী পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মোরবীতেও। পরের দিনই জামিন পেয়েছিলেন তিনি। এর পর ফের বৃহস্পতিবার গ্রেফতার হলেন সাকেত।

spot_img

Related articles

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...

চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন

সাংবাদিকদের সঙ্গে জয়া বচ্চনের (Jaya Bachchan) সম্পর্ক কেমন সে কথা গোটা ভারতবর্ষ জানে। কিন্তু মিডিয়ারই এক অনুষ্ঠানে যেভাবে...

বাংলার গৌরবোজ্জ্বল ‘উন্নয়নের পাঁচালি’ গাইলেন ইমন, প্রশংসা মুখ্যমন্ত্রীর

২০২৬ সালেই বাংলায় বিধানসভা ভোট। তোড়জোড় প্রায় শুরু হয়ে গিয়েছে। এদিকে রাজ্যে চলছে এসআইআর। এর মধ্যে ১৫ বছরের...

১৪ বছরে ২ কোটিরও বেশি কর্মসংস্থান, বাংলা দেশের মডেল: ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগামী বছর মে মাস ১৫ বছর পূর্ণ করবে বাংলার মা-মাটি-মানুষের সরকার। বিধানসভা নির্বাচনের আগে ১৪ বছরেক উন্নয়নের খতিয়ান...