Wednesday, August 27, 2025

দিল্লির বঙ্গভবন থেকে ফের সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

Date:

Share post:

ফের একবার প্রতিহিংসার রাজনীতির শিকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhale)। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ(Gujarat Police)। এক মাসে এই নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার করা হলো সাকেতকে। জানা গিয়েছে মানুষের অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে ওই তৃণমূল(TMC) নেতার বিরুদ্ধে।

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে দিল্লি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার দুপুর নাগাদ তাঁকে আমদাবাদে নিয়ে আসা হবে। তাঁর বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের দাবি, পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাবশত সাথে বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে গুজরাট প্রশাসন। এর আগেও দু’বার গুজরাটের বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হয়ে গিয়েছিল এবারও তা প্রমাণ হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রথম বার সাকেতকে প্রথমবার গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবীতে সেতু ভেঙে পড়ার পর সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে টুইটে দাবি করেছিলেন সাকেত। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে একটি প্রতিবেদনও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, তথ্য জানার অধিকার আইনেই মোদির মোরবী সফরের খরচের কথা জানা গিয়েছে।

তবে পুলিশের তরফে জানানো হয়েছিল, তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এই বিষয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। এই ঘটনায় জামিন পাওয়ার পর, ৮ ডিসেম্বর ফের গ্রেফতার হন সাকেত। সে বার তাঁকে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল মোরবী পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মোরবীতেও। পরের দিনই জামিন পেয়েছিলেন তিনি। এর পর ফের বৃহস্পতিবার গ্রেফতার হলেন সাকেত।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...