Thursday, December 18, 2025

দিল্লির বঙ্গভবন থেকে ফের সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

Date:

Share post:

ফের একবার প্রতিহিংসার রাজনীতির শিকার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে(Saket Gokhale)। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ(Gujarat Police)। এক মাসে এই নিয়ে তৃতীয়বার গ্রেপ্তার করা হলো সাকেতকে। জানা গিয়েছে মানুষের অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ আনা হয়েছে ওই তৃণমূল(TMC) নেতার বিরুদ্ধে।

গুজরাট পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে দিল্লি থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার রাতে। শুক্রবার দুপুর নাগাদ তাঁকে আমদাবাদে নিয়ে আসা হবে। তাঁর বিরুদ্ধে অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের দাবি, পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসাবশত সাথে বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে গুজরাট প্রশাসন। এর আগেও দু’বার গুজরাটের বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা প্রমাণিত হয়ে গিয়েছিল এবারও তা প্রমাণ হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর প্রথম বার সাকেতকে প্রথমবার গ্রেফতার করে গুজরাত পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবীতে সেতু ভেঙে পড়ার পর সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরের জন্য ৩০ কোটি টাকা খরচ হয়েছিল বলে টুইটে দাবি করেছিলেন সাকেত। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ দিতে একটি প্রতিবেদনও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, তথ্য জানার অধিকার আইনেই মোদির মোরবী সফরের খরচের কথা জানা গিয়েছে।

তবে পুলিশের তরফে জানানো হয়েছিল, তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এই বিষয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। এই ঘটনায় জামিন পাওয়ার পর, ৮ ডিসেম্বর ফের গ্রেফতার হন সাকেত। সে বার তাঁকে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল মোরবী পুলিশ। ওই একই মামলা দায়ের হয়েছিল মোরবীতেও। পরের দিনই জামিন পেয়েছিলেন তিনি। এর পর ফের বৃহস্পতিবার গ্রেফতার হলেন সাকেত।

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...