Friday, November 14, 2025

রাতের মহানগরীতে মত্ত যুবকদের হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট !

Date:

বর্ষ শেষ হওয়ার আগের রাতেই শহরের বুকে আক্রান্ত পুলিশ (Kolkata Police)। শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে বাইপাসের কাছে অজয় নগর মোড়ের (Ajay Nagar Crossing) কাছে। শহর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী নিশ্চিত করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই মতো রাতের কলকাতায় বাইক এবং গাড়ির দৌরাত্ম্য আটকাতে, পাশাপাশি অসামাজিক কাজকর্ম হচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়ার জন্য নাকা চেকিংয়ের (Naka Checking) ব্যবস্থা করা হয়। সূত্রের খবর গতকাল বাইপাসের অজয় নগর মোড়ে নাকা চেকিং করার সময় হেলমেট বিহীন অবস্থায় বাইক আরোহীকে আটকাতে গিয়ে আক্রান্ত হতে হল ট্রাফিক সার্জেন্ট এবং সার্ভে পার্ক থানার (Survey Park) এএসআই-কে (ASI)। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর মত্ত যুবকদের হাতে আক্রান্ত পূর্ব যাদবপুর গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক (Suman Kalyan Dhak) এবং সার্ভে পার্ক থানার এএসআই এস কে পাত্রকে (S K Patra)। রাত পৌনে দশটা নাগাদ পুলিশের চোখে পড়ে সন্তোষপুর থেকে আসা একটি বাইকের দিকে । দুজন যুবক হেলমেট বিহীন অবস্থায় বাইকে চড়ে আসছিলেন, অজয় নগর মোড়ের কাছে তাঁদের আটকায় পুলিশ। এরপরই তাঁদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরই ওই দুই যুবক এলাকা থেকে ১০-১২ জন লোক নিয়ে আসে এবং পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয়। চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।

 

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version