Monday, August 25, 2025

সুমন করাতি 

হুগলির (Hoogly) পান্ডুয়ার (Pandua) খারাজী পাড়ার বাসিন্দা শতাব্দী ধর (Shatabdi Dhar)। ৩১ বছর বয়সে বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF) কর্মরত, তিনি বর্তমানে সীমা ভবানী নামে মহিলা টিমের সদস্য। সম্প্রতি বাইক স্টান্টে (Bike Stunt) লিমকা বুক অফ রেকর্ডসে (Limca Book of Records) নাম উঠে এসেছে তাঁর। এনফিল্ড (Enfield) বাইক চালিয়ে ৯ ফুট ৬ ইঞ্চি মইয়ের (Ladder) উপর ৭৬.৮৮ কিলোমিটার বাইট স্টান্ট করে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে (Republic Day) অংশগ্রহণ করেন তিনি। পাশাপাশি সারা দেশে বিএসএফ-এর হয়ে বাইক নিয়ে প্রতিনিধিত্ব করেন শতাব্দী।

উল্লেখ্য, ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন শতাব্দী। বাবার অকস্মাৎ মৃত্যুতে ভেঙে পড়েছিল পরিবার। তবে নিজের লক্ষ্য থেকে সরেননি শতাব্দী। পাণ্ডুয়ার রাধারানী স্কুল থেকে পড়াশোনা। খেলাধুলায় (Sports) আগে থেকেই ভালো ছিলেন। আর খেলার সুবাদেই পান চাকরি (Job)। এরপর বিএসএফের কৃষ্ণনগর রেজিমেন্টের সীমা ভবানী মহিলা টিমের প্রতিনিধিত্ব করেন তিনি। বাইক স্টান্টের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসে মইয়ের উপর চেপে দীর্ঘক্ষণ চালিয়ে যেতে পারেন বাইক। আর সেই থেকেই রেকর্ড গড়ার চিন্তাভাবনা। বর্তমানে শতাব্দী ১০ মাসের কন্যা সন্তানকে নিয়ে দিল্লিতে বসবাস করেন। স্বামীও পাঞ্জাব পুলিশে কর্মরত।

তাঁর এই সাফল্যে খুশি পরিবার সহ হুগলির সমস্ত বাসিন্দা। ছোটবেলা থেকেই নাচ ও যোগব্যায়ামের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। এমনকি পাহাড়ে ওঠার ট্রেনিংও নিয়েছিলেন। তবে বরাবরই ইচ্ছে ছিল পুলিশ হওয়ার। মেয়ের এমন সাফল্যে মা কাবেরী ধর বলেন, অত্যন্ত খুশি। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, বাবা একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। আর্থিক অনটন থাকলেও মেয়ে নিজের লক্ষ্য থেকে কখনও সরেনি। তবে আমরা সবসময় চাইতাম মেয়ে জীবনে বড় কিছু হোক। তাঁর সাফল্যের জন্য সব রকম চেষ্টা করেছি।

দাদা শাশ্বত কুমার ধর জানান, পড়াশোনা থেকেও খেলাধুলায় বোনের আগ্রহ ছিল বেশি। স্কুলের খেলাধুলাতে প্রথম ছাড়া কখনও দ্বিতীয় হয়নি। এমনকি রাধারানী স্কুলে দশম শ্রেণী পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে। এরপরেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয় পান্ডুয়ার শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে। সেখানেও সাফল্যের সঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। এরপর সকলকে চমকে দিয়ে ২০২২ সালে লিংকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে সবাইকে চমকে দিয়েছে বোন। বোন দেশের হয়ে আরো নাম উজ্জ্বল করুক এটাই চাই।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version