Sunday, November 2, 2025

সামরিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য! ‘বন্ধু’ জিনপিংকে মস্কো আসার আমন্ত্রণ পুতিনের   

Date:

Share post:

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping) রাশিয়ায় (Russia) আসার আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবারই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নানা বিষয়ে কথা হয়েছে বলে খবর। চিনের প্রেসিডেন্ট জিনপিংকে ‘বন্ধু’ সম্বোধন করে পুতিন বলেন, প্রিয় বন্ধু আমি আশা রাখছি বসন্তকালেই আপনি মস্কোয় (Moscow) আসবেন। তবে চিন (China) ও রাশিয়া (Russia) দু’দেশের তরফেই জানানো হয়েছে দুই রাষ্ট্রনেতার বৈঠক অন্ত্যন্ত গঠনমূলক হয়েছে। যদিও বেজিংয়ের (Beijing) তরফে এখনও পর্যন্ত জিনপিংয়ের মস্কো সফর নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বেজিংয়ের (Beijing) সঙ্গে সামরিক সহযোগিতা (Military Cooperation) বাড়াতে অত্যন্ত আগ্রহী মস্কো (Moscow)। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) মধ্যেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে (Chinese President Xi Jinping) একথা স্পষ্ট জানালেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই চিনা প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করে রুশ রাষ্ট্রপতি পুতিন বলেন, আন্তর্জাতিক সংকট ও পশ্চিমীর প্রভাব মোকাবিলার জন্য রাশিয়া ও চিনের আরও কাছাকাছি আসা প্রয়োজন। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দক্ষিণ চিন সাগরে (South China Sea) মার্কিন বায়ুসেনাকে (US Air Force) রক্তচক্ষু দেখায় চিনের নৌসেনা (Peoples Liberation Army)। ওই দিন মার্কিন বায়ুসেনার একটি নজরদারি বিমানের মাত্র ২০ ফুটের মধ্যে চলে আসে একটি চিনা ফাইটার জেট (Chinese Fighter Jet)। শুক্রবার সেই ছবি প্রকাশ্য এনে বেজিংকে হুঁশিয়ারি দেয় আমেরিকা (America)। সেই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধির বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

 

 

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...