চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেওa

চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেও। লাফিয়ে বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি।

শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articleতৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা-অভিনন্দন মমতা ও অভিষেকের