Wednesday, November 5, 2025

নেল্লোরের পর গুণ্টুর! ফের চন্দ্রবাবু নাইডুর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃ*ত ৩

Date:

বছরের প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। তেলেগু দেশম পার্টির (TDP) প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) রোড শোয়ে (Road Show) ফের পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনা। নেল্লোরের (Nellore) পর এবার গুণ্টুরে (Guntur) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ বছরের প্রথমদিনে গুন্টুরে সংক্রান্তি কুনুকার আয়োজন করা হয়েছিল। সেখানে চন্দ্রবাবু নাইডুর উপস্থিত থাকার কথা ছিল। তাঁর জন্যই টিডিপির পক্ষ থেকে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। বিপুল জনসমাবেশে সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আর তার জেরেই পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয় বলে খবর। পাশাপাশি আহত হয়েছেন একাধিক। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার পরেই সেখানে আসা টিডিপি সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে গিয়েছিলেন অনেকেই। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হলেও লাভের লাভ কিছুই হয়নি। হাসপাতালেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগে গত বুধবারও নেল্লোরে আয়োজিত চন্দ্রবাবু নাইডুর আরেক রোড শোতেও একইরকম দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৮ জন। মাত্র চারদিনের ব্যবধানে ফের একই দুর্ঘটনা ঘটল চন্দ্রবাবু নাইডুর রোড শোয়ে। নিঃসন্দেহে পরপর দু’বার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

গুণ্টুরের পুলিশ সুপার জানিয়েছেন, টিডিপি সুপ্রিমো আসবেন জেনে তাঁর কর্মীসমর্থকদের ভিড় বেড়ে গিয়েছিল অনুষ্ঠানে। জায়গা তেমন না থাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এবং তখনই ঠেলাঠেলিতে পড়ে গিয়ে ৩ জন পদপিষ্ট হন। একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি টিডিপি-র পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে উপহার দেওয়া হবে। সেকারণেই বিশাল ভিড় হয়েছিল অনুষ্ঠানে। কিন্তু কোনও উপহারই দেওয়া হয়নি। উল্টে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ গিয়েছে। টিডিপির পক্ষ থেকে কোনওরকম সাহায্যে করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

তবে দুর্ঘটনার পর টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না। সাধারণ মানুষের অভিযোগ, উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে রোড শোয়ে ডেকে আনছেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাঁদের জন্য সুষ্ঠু কোনও ব্যবস্থা করা হচ্ছে না। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version