Monday, November 3, 2025

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উদ্ধার বোমা, তদন্তে নামলো সেনা ও পুলিশ

Date:

পাঞ্জাবের(Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের(Bhagwant maan) বাড়ির সামনে উদ্ধার হল বোমা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ ও সেনাবাহিনী(Army)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীগড়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের ৫০০ মিটার দূরে হেলিপ্যাডের কাছে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। সোমবার বিকেল ৪টে থেকে সাড়ে ৪টের দিকে একজন টিউবওয়েল সারাইকর্মী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ও বাসভবনের কাছে আমবাগানে ওই সন্দেহজনক বস্তু দেখতে পান। পুলিশ এসে সেই বস্তুকে বিস্ফোরক বলে অনুমান করার পর বম্ব স্কোয়াডকে ডেকে পাঠানো হয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ওই সন্দেহজনক বস্তুকে একটি বোমা বলে চিহ্নিত করে। তবে যখন এই বোমা উদ্ধার হয় সে সময় মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে ছিলেন না। পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডও।

চণ্ডীগড় প্রশাসনের নোডাল অফিসার কুলদীপ কোহলি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা খবর পাই যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছে। আমরা পরীক্ষা করে দেখি যে, সেটি একটি তাজা বোমা। আমরা এটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছি। ওই বোমা কী ভাবে ওই জায়গায় এল তা-ও খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। আমরা বম্ব স্কোয়াডকে দিয়ে পুরো এলাকা ঘিরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছি। এখন, সেনাবাহিনী এসে আরও তদন্ত করবে।’’

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version