Thursday, May 8, 2025

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ! জিনোম সিকোয়েন্সের পরীক্ষা এবার ট্রপিক্যালেই

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School of Tropical Medicine) চালু হল জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা। এর ফলে জিনোম সিকোয়েন্সের (Genome Sequence) জন্য চণ্ডীগড় পিজিআই (Chandigarh PGI) বা কোনও ভিন রাজ্যে কেন্দ্রীয় পরীক্ষাগারে আর নমুনা পাঠাতে হবে না। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই এখন জিনের চরিত্র বিশ্লেষণ করা যাবে। ফলে আরও দ্রুত রিপোর্ট পাওয়া যাবে।

এতদিন চণ্ডীগড় পিজিআই থেকে এই রিপোর্ট আসতে অন্তত ৩-৪ সপ্তাহ সময় লেগে যেত। তবে এখন মাত্র ৭ দিনের মধ্যে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সের রিপোর্ট পাওয়া যাবে। রাজ্য সরকারের উদ্যোগে জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা পশ্চিমবঙ্গে এই প্রথম। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায় জানান, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এখানে এই ব্যবস্থা চালু হয়েছে। অচেনা ভাইরাসের প্রকৃতি ও তার জিনের চরিত্র বদলের বিষয়ে খুঁটিনাটি সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে। ৪টি নমুনার একসঙ্গে বিশ্লেষণ করা যাবে।

তিনি আরও বলেন, জিনোম সিকোয়েন্সের গুরুত্ব কতটা তা আমরা কোভিডের (Covid) সময় দেখেছি। এছাড়াও কোনও অচেনা ভাইরাসের চরিত্র বুঝতেও জিনোম সিকোয়েন্স অপরিহার্য। এখানে বিভিন্ন ভাইরাসের জিনোম সিকোয়েন্স এখন চালু হলেও ছত্রাকঘটিত কিছু রোগও শনাক্ত করা হবে। এর জন্য নির্দিষ্ট কিছু কিট দরকার। আগামী দিনে সেটিও এখানে করার চিন্তাভাবনা করা হচ্ছে।

তবে রাজ্য সরকারের উদ্যোগে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্সের ব্যবস্থা চালু হওয়ায় খুশি রাজ্যের চিকিৎসক মহল। চিকিৎসকরা বলছেন, উন্নততর চিকিৎসার ক্ষেত্রে এই ব্যবস্থা খুবই কার্যকর হবে। রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে জিনোম সিকোয়েন্স চালু হয়ে যাওয়ায় করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরালো হল।

 

 

spot_img

Related articles

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...