Friday, November 14, 2025

নজরে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ, চালু ‘শিল্পসাথী’ পোর্টাল

Date:

নজরে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ। রাজ্যে বিনিয়োগ আরও মসৃণ করার লক্ষ্যে অভিনব ভাবে সাজানো হয়েছে ‘শিল্পসাথী’ (Shilpsathi) পোর্টালকে। নতুন বছরের প্রথম দিন থেকে চালু হওয়া এই পোর্টালটিতে ১১টি দফতরের ৬১টি অনলাইন (Online) পরিষেবা এক ছাতার তলায় আনা হয়েছে বলে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে খবর। এই পোর্টাল থেকে যে কোনও বিনিয়োগকারী যেমন সহজেই শিল্প বিষয়ক নানা ছাড়পত্র ও ঋণের জন্য আবেদন করতে পারবেন, তেমনই নিজেদের প্রয়োজনীয় সমস্ত তথ্যও হাতের কাছে পেয়ে যাবেন।

এ বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, বিনিয়োগকারীদের সুবিধার্থে নতুন করে তৈরি করা হবে শিল্পবান্ধব ‘শিল্পসাথী’ পোর্টালটি। গত কয়েক মাস ধরে পোর্টালটির নতুন কলেবর নিয়ে দফায় দফায় আলোচনা হয় নবান্নের শীর্ষ আধিকারিকদের মধ্যে। তার পরেই সিদ্ধান্ত হয় নতুন করে পোর্টালটিকে সাজিয়ে তুলে বিভিন্ন দফতরকে একসঙ্গে যুক্ত করা হবে। সম্প্রতি শিল্পসাথী পোর্টাল নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তার পরেই নতুন বছরের গোড়ায় এই পোর্টালটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বছরের প্রথম দিনেই আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই।
*অনলাইনে আবেদনের জন্য*
• প্রথমে শিল্পসাথী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://www.silpasathi.in/ তে যেতে হবে।
• এর পর মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
• রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
• এরপর, শিল্পসাথী প্রকল্পের ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোন শিল্পের জন্য আবেদন করছেন সেটাও আবেদনকারীকে উল্লেখ করতে হবে।
• কত টাকা ঋণ নিতে চাইছেন সেটি জানাতে হবে।
• তারপর প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে।
*অফলাইনে আবেদনের জন্য*
• প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি এ-ফোর সাইজের সাদা কাগজে প্রিন্ট আউট করে নিয়ম অনুযায়ী, নির্ভুলভাবে পূরণ করতে হবে।
• তারপর তাতে আবেদনকারীর বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সহ প্রয়োজনীয় নথিগুলি ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে।
• এরপর আবেদনকারীকে ফর্মে সই করে বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা করতে হবে।
এই পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা হবে বলে আশা।

আরও পড়ুন- শহরে মোহনবাগান ডিফেন্ডার, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ডামজানোভিচের

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version