Thursday, August 28, 2025

আবাস যোজনা নিয়ে সোমবার ফের পর্যালোচনা বৈঠকে মুখ্যসচিব

Date:

Share post:

আবাস যোজনা নিয়ে সোমবার ফের বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব। ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ বাড়ি তৈরির কাজের অনুমোদন করতে নির্দেশ দিয়েছিলেন জেলাগুলিকে । তার অগ্রগতি কতটা হয়েছে সোমবার জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পর্যালোচনা করবেন মুখ্যসচিব।নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮৯ শতাংশের সামান্য বেশি বাড়ি তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে জেলাগুলি। এরই পাশাপাশি চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত ৫০ শতাংশ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়নি। সে বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। গত সপ্তাহেই আবাস যোজনা নিয়ে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। এদিনের বৈঠক থেকে তিনি ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে প্রকল্প রূপায়ণের রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। জেলাশাসকদের জানানো হয়েছে, তালিকা অনুযায়ী অর্থ বরাদ্দের সঙ্গে সঙ্গে ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। এজন্য এখন থেকেই গ্রাম পঞ্চায়েত স্তরে বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে সরাসরি উপভোক্তাদের ইট সরবরাহের ব্যবস্থা করতে হবে। এছাড়াও নির্মাণের জন্য অন্যান্য কাঁচামাল সরাসরি ডিলার বা সাপ্লায়ারের কাছ থেকে কেনার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্মাণের কাজ নজরদারি করতে ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।ওই কন্ট্রোলরুম থেকে উপভোক্তাদের বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করা হবে।
উপভোক্তাদের মধ্যে গৃহহীনদের জন্য সরকারি জমি চিহ্নিত করণের কাজ বিএলএলআরওদের দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ব্লক থেকে মহকুমা ও জেলাশাসক স্তরে নিয়মিত পর্যালোচনা করতে বলা হয়েছে। বরাদ্দ টাকা খরচের আগে বাড়ি ধরে ধরে জিও ট্যাগিং বাধ্যতামূলক করতে হবে। পরিদর্শনে যাওয়ার সময় জিও ট্যাগিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...