Friday, August 29, 2025

আবাস যোজনা নিয়ে সোমবার ফের বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব। ৩১শে ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ বাড়ি তৈরির কাজের অনুমোদন করতে নির্দেশ দিয়েছিলেন জেলাগুলিকে । তার অগ্রগতি কতটা হয়েছে সোমবার জেলাগুলির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে পর্যালোচনা করবেন মুখ্যসচিব।নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮৯ শতাংশের সামান্য বেশি বাড়ি তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে জেলাগুলি। এরই পাশাপাশি চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত ৫০ শতাংশ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়নি। সে বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা। গত সপ্তাহেই আবাস যোজনা নিয়ে জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। এদিনের বৈঠক থেকে তিনি ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে প্রকল্প রূপায়ণের রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। জেলাশাসকদের জানানো হয়েছে, তালিকা অনুযায়ী অর্থ বরাদ্দের সঙ্গে সঙ্গে ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। এজন্য এখন থেকেই গ্রাম পঞ্চায়েত স্তরে বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে সরাসরি উপভোক্তাদের ইট সরবরাহের ব্যবস্থা করতে হবে। এছাড়াও নির্মাণের জন্য অন্যান্য কাঁচামাল সরাসরি ডিলার বা সাপ্লায়ারের কাছ থেকে কেনার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্মাণের কাজ নজরদারি করতে ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।ওই কন্ট্রোলরুম থেকে উপভোক্তাদের বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করা হবে।
উপভোক্তাদের মধ্যে গৃহহীনদের জন্য সরকারি জমি চিহ্নিত করণের কাজ বিএলএলআরওদের দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ব্লক থেকে মহকুমা ও জেলাশাসক স্তরে নিয়মিত পর্যালোচনা করতে বলা হয়েছে। বরাদ্দ টাকা খরচের আগে বাড়ি ধরে ধরে জিও ট্যাগিং বাধ্যতামূলক করতে হবে। পরিদর্শনে যাওয়ার সময় জিও ট্যাগিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version