Wednesday, May 14, 2025

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ২০০০ চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু রাজ্য সরকারের

Date:

প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার কমপক্ষে ২০০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্তরে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার হিসেবে এই চিকিৎসকদের নিয়োগ করা হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নের নির্দেশ দেন। সেখানে তিনি নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এরপরেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের তৎপরতা শুরু হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মোট ৬ হাজার শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য সূত্রে খবর।

তৃণমূল সরকারের আমলে সরকারি হাসপাতাল (Hospital) ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক স্বাস্থ্য কর্মী ও নার্সের সংখ্যা অনেকটাই বেড়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি হাসপাতালগুলিতে বর্তমানে ১২০০০ চিকিৎসক রয়েছেন। ২০১১ তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে ওই সংখ্যা ছিল মাত্র সাড়ে চার হাজার। সরকারি হাসপাতালে নার্সের সংখ্যা ২০১১ সালের ৩৭ হাজার ৩৬৬ থেকে বের হয়েছে ৫৩ হাজার।

ফের একবার কোভিড আতঙ্কের সিঁদুরে মেঘ দেখা যাচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্য পরিকাঠামোর ফাঁকফোকর পূরণে আরও উদ্যোগী হয়েছে নবান্ন। এক বছরে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে ৫ হাজারেরও বেশি নিয়োগ করা হয়েছে, যার মধ্যে এক হাজারেরও চিকিৎসক রয়েছেন। রাজ্যে বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের সংখ্যা ৩০ হাজার ২৪২। বাংলায় এখন আশাকর্মীর সংখ্যা ৬৫ হাজার ৬২৪। ভবিষ্যতে আরও ১০ হাজার আশাকর্মী নিয়োগ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২-৩ বছরের মধ্যে এই নিয়োগ সম্পূর্ণ করা হবে। প্রায় ৭৪ হাজার আশাকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। করোনা-ডেঙ্গির মতো জরুরি পরিস্থিতির মোকাবিলায় আগামী পাঁচ বছরে জেলায় জেলায় আরও স্বাস্থ্যকেন্দ্র, ল্যাবরেটরি গড়ে তোলা হচ্ছে।

আরও পড়ুন- গ্রামোন্নয়ন খাতে কেন্দ্রীয় বরাদ্দ দ্রুত খরচ করতে তৎপর নবান্ন

 

 

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version