Sunday, January 11, 2026

বাংলায় জমি হারিয়ে দেশেও দুর্বল বামেরা: মানলেন প্রকাশ কারাট, তুলোধনা বিজেপিকেও

Date:

Share post:

একের পর এক নির্বাচনে ভরাডুবি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) একটিও আসন নেই। তবে, বারবারই পশ্চিমবঙ্গে (West Bengal) সংগঠন মজবুত থাকার দাবি জানিয়েছে সিপিআইএম তথা বামেরা (Left Front)। কিন্তু এবার রাজ্যের নেতাদেরই আয়না দেখালেন CPIM পলিটব্যুরো সদস্য প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট (Prakash Karat)। একই সঙ্গে বিজেপি-র (BJP) বিরুদ্ধে তুমুল আক্রামণ করেন প্রাক্তন সাধারণ সম্পাদক।

“এ রাজ্যে ক্ষমতার হারানো সঙ্গে সঙ্গে সারা দেশেই দুর্বল হয়ে পড়েছে বামরা। তাই এ রাজ্যে ক্ষমতায় ফেরার বিষয়ে সবচেয়ে বেশি সচেষ্ট হতে হবে তাদের” বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রয়াত বাম নেতা নিরুপম সেনের স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে এই কথা বলেন প্রকাশ কারাট। পাশাপাশি, গেরুয়া শিবিরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বর্ষীয়ান এই বাম নেতা। তাঁর অভিযোগ, ”বিজেপি কেবলমাত্র একটি রাজনৈতিক দল নয়। কেবল ক্ষমতায় থাকার জন্য তারা রাজনীতি করে না। ভারতের সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতা নষ্ট করে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আধিপত্য কয়েম করাই তাদের একমাত্র লক্ষ্য।” প্রকাশ কারাটের মতে, দেশের কোনও একক শক্তির ক্ষমতা নেই বিজেপিকে পরাস্ত করার। বিজেপির মতো শক্তিকে পরাস্ত করতে বামপন্থী সংগঠনগুলিকে এক হতে হবে। এখানেই বামেদের দ্বিচারিতা প্রকাশ্যে এসেছে। একদিকে তারা বিজেপি-কে হারাতে জোট চাইছে। আর কোনও দলের সঙ্গে জোটের প্রসঙ্গ উঠলেই নাক শিটকোচ্ছে। কাজে এক আর মুখে আরেকর ছবি স্পষ্ট। একই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কারাটের বার্তা, বাংলায় লড়াই করতে হলে বামপন্থীদের কোনও দলের প্রতি নরম মনোভাব রাখলে চলবে না। তার মানে কী কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে চাইছে সিপিআইএম! যদিও সে বিষয়ে স্পষ্ট করেননি পলিটব্যুরোর সদস্য।

বিজেপি প্রসঙ্গে প্রকাশ বলেন, ‘‘ক্ষমতায় আসার পর থেকে বিগত ৮ থেকে ৯ বছর ধরে দেশে স্বায়ত্ব শাসন করার চেষ্টা করছে বিজেপি। ভারতের সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামোয় বদল আনাই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। বিজেপি এমন একটি রাজনৈতিক দল যারা আরএসএস-র সঙ্গে মিলে হিন্দুরাষ্ট্র তৈরির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা, হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সন্ত্রাস তৈরি করা হচ্ছে। দেশের পুঁজিপতিদের সঙ্গে মিলে হিন্দুরাষ্ট্রের লক্ষ্যে কাজ করে চলেছে বিজেপি।’’

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...