Tuesday, November 11, 2025

চাপা পড়েছে বুঝেও ওরা সামনে পিছনে করছিল গাড়ি, ভয়ংকর সেই স্মৃতি বললেন অঞ্জলির বন্ধু

Date:

কেউ চাপা পড়েছে বুঝতে পেরেও গাড়িটিকে একবার সামনে একবার পিছনের দিকে নিয়ে যাচ্ছিল ওরা। গাড়ির নিচে উপুড় হয়ে পড়েছিল অঞ্জলি(Anjali)। এই অবস্থাতেই বারবার গাড়িটিকে(Car) সামনে পিছনে করায় যন্ত্রণায় চিৎকার করছিল অঞ্জলি। ভয়াবহ সেই স্মৃতি অবশেষে সংবাদ মাধ্যমের সামনে জানালেন অঞ্জলির বন্ধু নিধি।

এদিন সংবাদমাধ্যমকে নিধি জানান, “গাড়িটা ধাক্কা মারতেই আমি এক দিকে ছিটকে পড়ে যাই। আর গাড়ির সামনে পড়ে যায় অঞ্জলি। ও গাড়ির নীচে আটকে গিয়েছিল। আরোহীরা বুঝতে পেরেছিল যে, গাড়ির নীচে কেউ আটকে রয়েছে। ওরা তার পরেও ইচ্ছাকৃত ভাবে আমার বন্ধুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। অঞ্জলি চিৎকার করছিল। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে ওখান থেকে চলে গিয়েছিলাম। ভয় পেয়ে বাড়িতে গিয়ে কাউকে কিছু বলিনি। শুধু কাঁদছিলাম।”

নিধির দাবি এ ঘটনার দিন কয়েক আগে অঞ্জলির সঙ্গে পরিচয় হয় তার। ৩১ ডিসেম্বর অঞ্জলি নিজেকে ফোন করে। তার পর সুলতানপুরী থেকে তাঁকে নিয়ে যায়। তার পর তাঁরা রোহিণী যায়। সেখান থেকে অঞ্জলি নিধিকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার পর সেখান থেকে বেরিয়ে হোটেলে যায় দুজন।”

নিধির দাবি, রাত দুটো নাগাদ হোটেল থেকে তারা বেরিয়ে আসেন। প্রথমে প্রচন্ড বেপরোয়া গাড়ি চালাচ্ছিল অঞ্জলি। ট্রাকের সঙ্গেও এক বার ধাক্কা থেকে অল্পের জন্য বেঁচেছিলেন। প্রেমিকের সঙ্গে দেখা না হলে নিজেকে শেষ করে দেওয়ারও কথা বলেছিলেন অঞ্জলি। নিধির কথায়, “আমি ওকে গাড়ি থামানোর কথা বলি। কিন্তু ও বলে আস্তে গাড়ি চালাবে। কিন্তু তার পরেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি যদি ওরা থামাত, তা হলে হয়তো অঞ্জলিকে বাঁচানো যেত।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version