Tuesday, November 11, 2025

কুণালের উপস্থিতিতে পূর্ব মেদিনীপুরে কাজু শিল্প বাঁচাও কমিটির রূপরেখা তৈরি

Date:

বিজেপির (BJP) কারসাজিতে কেন্দ্রীয় এজেন্সির জুলুমের শিকার পূর্ব মেদিনীপুরের কাজু শিল্প। কাজু শিল্পের উপর নিজেদের দখলদারি কায়েম করতে শিল্পের মালিকদের আয়কর-সহ নানা এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে। শুভেন্দু অধিকারীরা প্রকাশ্য জনসভায় হুমকি দিচ্ছেন। হয়রানি থেকে বাঁচতে তাঁদের সঙ্গে ‘ডিল’ করার প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এর জেরে শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষ বিপাকে পড়ছেন। মালিক থেকে শুরু করে শ্রমিক, কর্মচারীরা উদ্বিগ্ন। রাজ্যের পূর্র মেদিনীপুর-সহ অন্যান্য জেলার কাজু ব্যবসায়ী ও শ্রমিক, কর্মচারীদের বাঁচাতে এবার তৈরি হতে চলেছে কাজু শিল্প বাঁচাও কমিটি। বুধবার, কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের উপস্থিতিতে এই কমিটির প্রাথমিক রূপরেখা তৈরি হয়ে গেল। খুব শিগগিরই আত্মপ্রকাশ করবে এই কমিটি।

এদিন সকালে কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে চা চক্রে মিলিত হন তৃণমূলের (TMC) রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আলোচনার ফাঁকে উঠে আসে কাজু শিল্পের সমস্যার কথা। মালিকরা অভিযোগ করেন, জিএসটি ও অন্যান্য খাতে তাঁরা নিয়ম মেনে কর দেন। কিন্তু তারপরও জেলায় তাঁদের নানা হেনস্থার শিকার হতে হচ্ছে। এরপরই কুণালের উদ্যোগে এই কমিটি তৈরির রূপরেখা তৈরি করা হয়। চা-চক্রের পর এদিন সকালে জনমঙ্গলে কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন, অভিজিৎ দাস, তরুণ জানা, উত্তম বারিক, সুপ্রকাশ গিরি, তন্ময় ঘোষ-সহ জেলার ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এরপর পিছাবনিতে একটি জনসংযোগ যাত্রায় অংশ নেন কুণাল ঘোষ। ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, সুপ্রকাশ গিরি-সহ অন্যান্য নেতৃবৃন্দ। কদিন আগেই ওইখানে সভা করে গিয়েছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তাঁকে ‘স্মৃতিভ্রষ্ট’ ইরানি বলেও তীব্র কটাক্ষ করেন কুণাল।

আরও পড়ুন- ‘দিদির সুরক্ষা কবচ’- কর্মসূচিকে কেন্দ্র করে উৎসাহ জেলায় জেলায়

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version