Sunday, November 23, 2025

এক পয়সা দেয় না কেন্দ্র! ফের গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মমতার

Date:

Share post:

প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর গিয়ে ফের সেই মেলাকে জাতীয় মেলা (National Festival) ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, কুম্ভমেলার (Kumbha Mela) জন্য প্রচুর অর্থ সাহায্য করা হয়। কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয়েও গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) কেন্দ্রের (Central Government) থেকে এক পয়সাও সাহায্য পায় না।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি আগেও জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী (CM)। বুধবার, দুপুরে সেখানে পৌঁছে মমতা বলেন, কুম্ভমেলার থেকে গঙ্গাসাগর মেলার গুরুত্ব কোনও অংশে কম নয়। প্রায় কোটি মানুষের যাতায়াত হয়। কুম্ভমেলার জন্য মধ্যপ্রদেশ (Madhyapradesh) সরকার কেন্দ্রের থেকে প্রচুর অর্থ সাহায্য পায়। কিন্তু গঙ্গাসাগরের জন্য একটি পয়সায় দেওয়া হয় না। মমতা বলেন, “কুম্ভমেলা সারা পৃথিবীতে বিরল মেলা। কিন্তু সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই তীর্থে সকলকে জল পেরিয়ে কোটিখানেক মানুষ যাতায়াত করেন। বিষয়টা খুবই কঠিন।“ কেন্দ্রকে এই নিয়ে সাহায্যের আবেদন করেও সাড়া মেলেনি বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, আগে গঙ্গাসাগর মেলায় ন্যূনতম পরিকাঠামো ছিল না। কিন্তু তাঁর আমলে রাজ্য সরকারের তরফে যতটা সম্ভব উন্নয়ন করা হয়েছে। তবে, যেটা হয়েছে সেটা পুরোপুরি রাজ্য সরকারের টাকায়। জাতীয় মেলা ঘোষণার কোনও নির্দিষ্ট মাপকাঠি নেই বলে জানিয়ে মমতা দাবি করেন, এত জনসমাগম হয় যেখানে, সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক। এক্ষেত্রে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেই মতো গঙ্গাসাগরও জাতীয় মেলা ঘোষণা করার দাবি জানান তিনি।

spot_img

Related articles

অপরাধী ধরতে গিয়ে হাইকোর্টে পুলিশ-আইনজীবী ঝামেলা, সোমবার নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনা

সাইবার অপরাধে (Cyber Crime) অভিযুক্ত এক দম্পতিকে ধরতে তাঁদের পিছু নিয়ে কলকাতা হাইকোর্টে ঢুকে পড়ে গার্ডেনরিচ থানার পুলিশ।...

সোমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণে চমক, জেনে নিন উপস্থিত থাকবেন কারা

রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice...

সাগরে নিম্নচাপের মাঝেই শীতের আমেজ ফেরার পূর্বাভাস!

কলকাতায় পারদপতন (Kolkata Temperature) চলছেই , কিন্তু জাঁকিয়ে শীত এখনও না পড়ায় সেভাবে আমেজ উপভোগ করতে পারছে না...

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের...