Wednesday, May 14, 2025

বন্দে ভারতে হামলা বিহারে, বিজেপির ভুয়ো খবরের পর্দা ফাঁস: কড়া সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

বুধবারই ভিডিও (Video) প্রকাশ করে রেল দেখিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলা চালানো হয়েছে বিহার (Bihar) থেকে। এই নিয়ে BJP বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি নেতারা বাংলাকে কাঠগড়ায় তুলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“ নাম না করে স্পষ্ট বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে রাগ থাকতেই পারে। বিহারে বিজেপি ক্ষমতা থেকে সরে যাওয়ায়, ওরা বঞ্চিত, এটা তো ঠিক নয়। এরপরেই কটাক্ষ করে মমতা বলেন, ”ওই তো একটা ট্রেন। পুরনো কামরা রং করে একটা ইঞ্জিন লাগিয়ে নামিয়ে দিয়েছে”। মমতার বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে একশোটা করে নতুন ট্রেন (Train) দিয়েছি। গত ১১ বছরে বাংলা কোনও নতুন ট্রেন পায়নি। এই এতদিনে একটা দিল।”

মালদহে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া নিয়ে বাংলাকে নিশানা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও টুইট করে অপপ্রচার চালান যে এই ঘটনা বাংলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রেলমন্ত্রীকে ট্যাগ করে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান শুভেন্দু। এই ঘটনায় নাম না করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

 

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version