দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ০.৫ ডিগ্রিতে! তবে বরফের দেখা না পেয়ে হতাশ পর্যটকরা

ফের শৈল শহর দার্জিলিং-এর তাপমাত্রার মারাত্মক পতন। পাহাড়ে তাপমাত্রা নামল শূন্যে। বুধবার দার্জিলিং পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও পাহাড়ে তুষারপাতের খবর নেই। ফলে যাঁরা বরফের ঝোঁকে দার্জিলিং সফর করেছেন সেই সমস্ত পর্যটকরা কিছুটা হতাশ।

এদিকে, আজ, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার সামান্য তারতম্য হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সিকিম পাহাড়ের উঁচু উপত্যকায় তুষারপাত হলেও, এবার এখনও পর্যন্ত দার্জিলিং পাহাড়ে তা হয়নি। কয়েকদিন আগেই শূন্য ডিগ্রি সেলসিয়াসের নীচে নামে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টিও হয়।

গত, মঙ্গলবার পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। গতকাল, বুধবার তা আবার নেমে দাঁড়িয়েছে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ও কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ, বৃহস্পতিবারও সংশ্লিষ্ট জায়গাগুলিতে কুয়াশার দাপট রয়েছে।

 

Previous articleডেলিভারি বয়ের বাইকে ধাক্কা! টেনেহিঁচড়ে যুবককে নিয়ে গেল ‘ঘাতক’ গাড়ি!
Next articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে