ফের ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগরে (Gangasagar) সাংবাদিকদের অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, বারবার দিল্লিতে (Delhi)কথা বলেছি। আর কতবার বলব! কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “১০০ দিনের টাকা পাচ্ছি না, গরিব মানুষগুলো কাজ করছে, এটা কেন্দ্রের দয়া নয়। ১০০ দিনের কাজ কবে থেকে বন্ধ আছে? অথচ আমরা ২৫০০ হাজার কোটি টাকা খরচ শ্রমিক দিবস তৈরি করেছি।”

মুখ্যমন্ত্রীর কথায় ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার। মমতার অভিযোগ, “১০০ দিনের প্রকল্পের কাজে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। তা সত্ত্বেও ৫০ লক্ষ কর্মদিবস তৈরি করেছি।“ রাজ্যের বিরুদ্ধে ভুয়ো জবকার্ডের অভিযোগ তোলে বিরোধীরা। তাঁদের বিরুদ্ধে তোর দেগে মমতা বলেন, “২০ লক্ষ ভুয়ো কার্ড যদি বের করে থাকেন, এটা শুনছি, আমাদের জানা নেই, তাহলে তো তার দায় আপনাদেরও, ইউপিতে কত, কেরালাতে কত, ইউপি আপনার প্রিয় রাজ্য বলে?” কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজের আচরণের অভিযোগ তোলেন মমতা।
কেন্দ্রীয় প্রতিনিধিদলের বাংলায় আসা নিয়েও তুমুল কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, সরাসরি কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “পলিটিক্যাল কারণে মাঝেমাঝেই A টিম, B টিম, C টিম, A to Z টিম পাঠাচ্ছে। আর কত Team পাঠাবেন! একটা পটকা থাকলে চলে আসছে এ টিম, কারও ঘরে টাকা থাকলে, নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি টিম।” প্রবল আক্রমণ মমতার।
