বছরের শুরুতেই রাজ্যে মিলল করোনাভাইরাসের ওমিক্রনের নয়া উপরূপ। চার জনের শরীরে বিফ.৭ উপরূপের হদিস মিলেছে বলেই খবর স্বাস্থ্য দফতর সূত্রে। যদিও এখন তাঁরা সকলেই সুস্থ।
আরও পড়ুন:Covid 19 : কোভিড নিয়ে চিন্তায় দেশ, বুস্টারের দ্বিতীয় ডোজ নিয়ে বড় আপডেট কেন্দ্রের
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে চার জনের শরীরে ওমিক্রনের নতুন উপরূপ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য।তাঁদের মধ্যে এক মহিলাও রয়েছেন। গত ডিসেম্বর মাসে আমেরিকা থেকে রাজ্যে আসেন। তার পরেই তাঁদের শরীরে করোনা ধরা পড়ে। তাঁদের নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়। তাতেই নতুন বিফ.৭ উপরূপের খোঁজ মিলেছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কোভিড পজিটিভের রিপোর্ট আসতেই আক্রান্ত চার জন বাড়িতে আইসোলেশনে ছিলেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। রাজ্যে অনেক দিন ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দশের নীচে। যাঁদের শরীরে নতুন উপরূপ ধরা পড়েছে, তাঁদের থেকে অন্য কেউ আক্রান্ত হলে দৈনিক পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু সে রকম কিছু দেখা যায়নি।’’
